ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার পতনে কিউইদের পকেটে দুই লাখ ডলার

প্রকাশিত: ০৬:৩৩, ৫ এপ্রিল ২০১৮

অস্ট্রেলিয়ার পতনে কিউইদের পকেটে দুই লাখ ডলার

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড। এর ফলে আইসিসির থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কারও পাচ্ছে কিউইরা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে চার টেস্টে ৩-১এ হেরেছে অসিরা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলেরই পয়েন্ট এখন সমান ১০২। তবে ভগ্নাংশের ব্যবধানে অস্ট্রেলিয়ার (১০২.২) চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড (১০২.২৬৩)। র‌্যাঙ্কিংয়ে তিনে থেকে সিরিজ শুরু করা অসিরা চারে নেমে গেছে। আর নিউজিল্যান্ড চার থেকে উঠেছে তিনে। আইসিসির ‘কাট-অফ’ তারিখ ৩ এপ্রিলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে তিনে থাকায় আইসিসির থেকে ২ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার পাচ্ছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া পাবে ১ লাখ ডলার। সিরিজে ২-১ লিড নেয়ার পরই প্রোটিয়াদের দ্বিতীয় স্থান ধরে রাখা ও ৫ লাখ মার্কিন ডলার নিশ্চিত হয়ে যায়। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করেছিল ভারত। ফলে টানা দ্বিতীয় বছরের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের দণ্ড ওঠে অধিনায়ক বিরাট কোহলির হাতে।
×