ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন রাস্তা নির্মাণের চেয়ে রাস্তা সংস্কার জরুরী ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ৫ এপ্রিল ২০১৮

নতুন রাস্তা নির্মাণের চেয়ে রাস্তা সংস্কার  জরুরী ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশজুড়ে চলমান বিভিন্ন প্রকল্পের গুণগত বাস্তবায়ন বাড়ানোসহ বিভিন্ন পরার্মশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এখন নতুন রাস্তা নির্মাণের চেয়ে রাস্তা সংস্কার জরুরী। এক্ষেত্রে গুণগত মান রক্ষা করা আরও জরুরী। রাস্তা নির্মাণের সময় উপকরণের গুণগত মানও দেখতে হবে। কংক্রিটের রাস্তা টেকসই বেশি হয়। রাস্তা নির্মাণে কংক্রিটের ব্যবহার বাড়াতে হবে। বুধবার স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মোঃ মফিজুল ইসলাম।
×