ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করমুক্ত আয় সীমা বাড়ছে না

প্রকাশিত: ০৫:৪৫, ৫ এপ্রিল ২০১৮

করমুক্ত আয় সীমা বাড়ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো পক্ষে নয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। বুধবার বিকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, করমুক্ত আয় না বাড়িয়ে বরং আয় করের সø্যাব ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা যেতে পারে। এতে করে কর দাতার পরিমাণ বাড়বে বলে অনেকেই প্রস্তাব দিয়েছে। ফলে এটি আমরা বিবেচনা করব। তিনি বলেন, সবাই যাতে কর দিতে পারেন, সেজন্য দরকার হলে করের পরিমাণ কমিয়ে আওতা বাড়ানো বিষয়টি গ্রহণযোগ্য। এতে দেশের সব নাগকিকে করের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, আগামী বাজেট হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় বাজেট। আগামী বাজেট চলতি অর্থবছরের বাজেট থেকে প্রায় ৫০ কোটি টাকা বেশি হবে। বাংলাদেশে ব্যবসা করছে এমন বহুজাতিক কোম্পানিগুলোর করের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেয় ইআরএফ। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর বিষয়টা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে বহুজাতিক কোম্পানিগুলোর কর বাড়ানো হবে না। এছাড়াও সভায় ইআরএফ পক্ষ থেকে জমি কেনাবেচার বিষয়ে কর কমানো, করমুক্ত আয় সীমার পরিমাণ বাড়ানো প্রস্তাব দেয়া হয়। পাশাপাশি ইআরএফ থেকে রাজধানীর যানজট নিরসনে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য করমুক্ত ইয়োলো বাস আমদানির সুযোগ দেয়ার দাবি জানানো হয়। এছাড়াও সিএনজির মালিক, উবারের ওপর কর আরোপ করার প্রস্তাব দেয়া হয়। এনবিআরে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় বক্তব্য রাখেন ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অনেকেই।
×