ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৫:৪২, ৫ এপ্রিল ২০১৮

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি ৫৩ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে ৫৫৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্র্র্যাক ব্যাংক, ইফাদ অটো, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, বেক্সিমকো, আমরা নেটওয়ার্ক, ড্রাগন সোয়েটার, মুন্নু সিরামিক, রূপালী লাইফ, জাহিন স্পিনিং ও লঙ্কাবাংলা ফাইনান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রূপালী লাইফ, নিটল ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলার, রেনউইক যজ্ঞেশ্বর, লিব্রা ইনফিউশন, পদ্মা লাইফ, তাকাফুল ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, পপুলার লাইফ ও জেমিনি সী ফুড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সিএপিএম মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন, ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো সিনথেটিক, ডেফোডিল কম্পিউটার, সাভার রিফ্যাক্টরিজ, আইসিবি ইসলামী ব্যাংক, জাহিন স্পিনিং ও সোনারগাঁও টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২১টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, বিবিএস কেবল, ব্র্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ড্রাগন সোয়েটার, নাহি এ্যালুমিনিয়াম, বিডিকম, জেনারেশন নেক্সট ফ্যাশন, সিভিও পেট্রোকেমিক্যাল ও ইসলামী ব্যাংক।
×