ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন ও যুক্তরাষ্ট্রের ফের পাল্টাপাল্টি শুল্ক আরোপ

প্রকাশিত: ০৫:৪১, ৫ এপ্রিল ২০১৮

চীন ও যুক্তরাষ্ট্রের ফের পাল্টাপাল্টি  শুল্ক আরোপ

চীন থেকে আমদানি করা ১৩শ’ পণ্যে যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানানোর পর বুধবার বেজিং পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। বিবিসি ও এএফপি হোয়াইট হাউস বলছে, মেধাস্বত্ব অধিকার বিষয়ে চীনের অন্যায্য চর্চার কারণেই আমদানি পণ্যে এ অতিরিক্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে। বিস্তৃত এ তালিকায় চিকিৎসা সরঞ্জামাদি, টেলিভিশন ও মোটরসাইকেলের মতো পণ্য আছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিনের এ পদক্ষেপের ‘তীব্র নিন্দা জানিয়ে বেজিং যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন, গাড়ি ও ছোট বিমানের ওপর ৫ হাজার কোটি ডলার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ‘এ ধরনের একতরফা ও সংরক্ষণবাদী পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার মৌলিক নীতি ও মূল্যবোধের গুরুতর লঙ্ঘন,’ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ওয়াশিংটনের চীন দূতাবাস। বেজিং বলছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীন-মার্কিন কোন দেশেরই স্বার্থই রক্ষা করবে না; এটি বিশ্ব বাজারের স্বার্থও ক্ষুণœ করবে। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে চীন এর পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে ওয়াশিংটনের চীন দূতাবাস। ‘চীনারা যেমনটা বলে, (এক্ষেত্রে) প্রতিদানই একমাত্র শালীন পন্থা। চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় এ বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে এবং চীনের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সমান মাত্রা ও শক্তির পাল্টা পদক্ষেপ নেবে,’ প্রতিক্রিয়ায় বলেছে তারা। শুল্ক আরোপের মাধ্যমে চীনকে বাধা দেয়ার যে পথে ট্রাম্প প্রশাসন হাঁটছে, তা বেজিংকে পাল্টা পদক্ষেপনিতে এবং মার্কিন ভোক্তাদের চড়া দামে পণ্য কেনার পথে নিয়ে যাবে বলে আগেই সতর্ক করেছিলেন অর্থনীতিবিদরা।
×