ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোস্টগার্ডকে আরও জোরালো অভিযান চালানোর নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৬, ৫ এপ্রিল ২০১৮

কোস্টগার্ডকে আরও জোরালো অভিযান চালানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ কোস্টগার্ডকে আরও জোরালো অভিযান চালানোর কড়া নির্দেশ জারি করলেন বাহিনীটির মহাপরিচালক রিয়ার এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। সদর দফতরের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের প্রতি সরাসরি এমন নির্দেশনা জারি করেছেন তিনি। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছেন। এদিকে ধারাবাহিক অভিযানের প্রশংসা করে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জলদস্যু, ডাকাত, চোরাচালান, মাদকসহ কোস্টগার্ডের আওতার মধ্যে পড়া যেকোন ধরণের অনিয়ম দূর করা হবে। কোস্টগার্ড সদর দফতরের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ এমন খবরের সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, মার্চে চালানো অভিযানে প্রায় ২২০ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ হয়েছে।
×