ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাই বাধাহীন আনন্দ

প্রকাশিত: ০৫:২৯, ৫ এপ্রিল ২০১৮

চাই বাধাহীন আনন্দ

বাঙালীর সংস্কৃতি আর ঐতিহ্যকে ঘিরে রয়েছে বাংলা নববর্ষ। কিন্তু বাঙালীর এই আনন্দে আজ বাধা হয়ে দাঁড়িয়েছে ‘সময়’। প্রতি বছর বাংলার মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে, কারণ এই দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালী একসঙ্গে আনন্দে মেতে উঠবে। কিন্তু সেটা বিগত দু’বছর থেকে আর হয় না। বাঙালীর জন্য এর চাইতে বড় দুঃখের বিষয় আর কী হতে পারে তা আমার জানা নেই। বিকেল পাঁচটার মধ্যে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করার কথা বলছে প্রশাসন। কিন্তু কেন আমরা অপশক্তির ভয়ে সূর্যাস্তের আগেই উৎসবের আনন্দ না করে অতৃপ্তি নিয়ে ঘরে ফিরে যাব। প্রশাসন বলছে, নিরাপত্তাজনিত কারণে এই সময় বেঁধে দেওয়া হয়েছে। আমরা যদি ’৭১ সালে পাকবাহিনীকে নির্মূল করতে পারি তবে আজ কেন বাংলার ঐতিহ্য এবং আনন্দের দিনে আমরা ভয় পাব। প্রশাসন কি নিরাপত্তা দিতে ব্যর্থ? নিরাপত্তা দিতে ব্যর্থ না হলে এভাবে সময় বেঁধে দেওয়ার তো কোন মানে হয় না। বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে কেউ বরণ না করে থাকতে পারবে না। কিন্তু এই বরণে অতৃপ্তি কেন থাকবে? যতই বাধা আসুক বাংলার মানুষ সেটা প্রতিরোধ করে বর্ষবরণের আনন্দ তৃপ্তি সহকারে নিতে চায়। যে সকল দুষ্কৃতকারী বাংলার এই আনন্দের দিনে আপকর্ম করার চক্রান্ত করেছে তাদের খুঁজে বের করাই হোক প্রশাসনের মূল কাজ। যারা বাংলার মানুষের আনন্দকে নস্যাৎ করার জন্য পাঁয়তারা করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। যারা বাংলার মানুষের ক্ষতি চায় তাঁরা সময় বেঁধে দিলেও ক্ষতি করার জন্য তৈরি থাকবে। তাই নববর্ষের সময় বেঁধে না দিয়ে দুষ্কৃতকারীদের হাত পা বেঁধে দেয়টাই অধিক ভাল হবে। পহেলা বৈশাখ বাংলার গৌরব এবং অহংকার। বিশ্বের অনেক দেশ থেকে বাংলা নববর্ষ দেখতে ছুটে আসে আমাদের বাংলাদেশে। অথচ আমাদের এই নববর্ষের আনন্দে আজ যেন ছাঁটা পড়েছে। একটি স্বাধীন দেশে বর্ষবরণের মতো একটি অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসবে সময় বেঁধে দেয়া দুঃজনক। তাই বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে সর্বপ্রথম বাংলা নববর্ষকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলা নববর্ষ না থাকলে বাঙালীর ঐতিহ্য বলতে আর কিছুই থাকবে না। এই দিনটিতে সময় বেঁধে দেওয়া মানে বাংলার ঐতিহ্যকে সময় দিয়ে বেঁধে দেওয়া। তাই উৎসবে বাধা নয়, চাই অবাধ পরিপূর্ণ আনন্দ। এই স্বাধীন দেশে বাংলার মানুষ স্বাধীনভাবে আনন্দ করবে এবং বাংলা নববর্ষ পালন করবে এটাই বাঙালীদের চাওয়া। চট্টগ্রাম থেকে
×