ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে শিলাবৃষ্টি, নগরবাসীর দুর্ভোগ

প্রকাশিত: ০৫:১৬, ৫ এপ্রিল ২০১৮

রাজধানীতে শিলাবৃষ্টি, নগরবাসীর দুর্ভোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে শিলাবৃষ্টি হয়েছে বুধবার। বিকেল তিনটার দিকে শুরু হয়ে দশ থেকে বিশ মিনিট ধরে চলতে থাকে শিলাবৃষ্টি। ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে প্রশান্তি পেলেও বৃষ্টির পরিমাণ বেশি থাকায় সাময়িক দুর্ভোগে পড়ে নগরবাসী। এক পশলা বৃষ্টির সঙ্গে সমান তালে পড়েছে শিলা। শিলার কারণে রাস্তায় ভাসমান দোকানপাট থেকে শুরু করে রিক্সার সংখ্যাও কমে যায়। রিক্সা থামিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রিক্সাচালকরা। নগরীর অনেক স্থানে সৃষ্টি হয় সাময়িক জলাবদ্ধতা। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়া, আর্দ্রতা মিলে শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে কয়েক দিন কালবৈশাখীসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলে রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামে এই শিলাবৃষ্টি। নগরীর অনেক এলাকায় দশ থেকে বিশ মিনিটের শিলাবৃষ্টিতে সাদা হয়ে যায় রাজপথ, দালানের ছাদ, কার্নিশ। এছাড়া এই হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভন্ন সড়কে পানি জমে ব্যাহত হয় যান চলাচলে। সাময়িক দুর্ভোগের পরও এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। ধূলি ধুসরিত শহরে এই বৃষ্টির পানিতে ধুয়ে গেছে ধুলো, কিছু সময়ের জন্য নগরবাসী পায় নির্মল বাতাস। আবহাওয়া অধিদফতর জানায়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
×