ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিনদিনের রিমান্ড চাওয়া হয়েছে শ্যামলী পরিবহন ড্রাইভারের

প্রকাশিত: ০৫:১৬, ৫ এপ্রিল ২০১৮

তিনদিনের রিমান্ড  চাওয়া হয়েছে  শ্যামলী পরিবহন  ড্রাইভারের

স্টাফ রিপোর্টার ॥ আগরতলা থেকে আগত একটি বাস থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত বাসচালকের তিনদিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনায় শুনানি হবে জানিয়েছেন মাদকদ্রব্য অধিদফতরের কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাজধানীর মাতুয়াইল হাসপাতাল সংলগ্ন একটি ফিলিং স্টেশনে তেল সংগ্রহের সময় শ্যামলী পরিবহনের বিলাসবহুল বাসটিতে ঢাকা মেট্রো-খ-১২-০৪৮৭) অভিযান চালায় মাদক অধিদফতরের একটি টিম। সে সময় বাসটিতে কোন যাত্রী ছিল না। এ অবস্থায় বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, রৌপ্য, শাড়ি, আমদানি নিষিদ্ধ ওষুধসহ অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় চালক মিজানুর রহমানকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্বীকার করেন, তিনি গত ১০ বছর ধরে এই শ্যামলী পরিবহনে চালকের দায়িত্ব পালন করে আসছেন। এ সব অবৈধ মাল সাধারণত আগরতলা থেকেই আনা হয়। অনেক ক্ষেত্রে যাত্রীরাও আনে। কামরুল ইসলাম বলেন, সীমান্তে এত নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও কি করে আন্তঃদেশীয় বিলাসবহুল বাসে এসব অবৈধ মালামাল বহন করা হয়- তা রহস্যজনক। এই বাসের প্রতিটি যাত্রীর লাগেজ ও ব্যাগে তো ট্যাগ থাকার কথা। এখানে একটা ব্যাগেও তা ছিল না।
×