ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারপ্রাপ্ত সচিব ৬ কর্মকর্তাকে পদোন্নতি

প্রকাশিত: ০৫:০৮, ৫ এপ্রিল ২০১৮

ভারপ্রাপ্ত সচিব ৬ কর্মকর্তাকে পদোন্নতি

স্টাফ রিপোর্টার ॥ ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী জনপ্রশাসনের ৬ জন কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া এক আদেশে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী ওএসডি করা হয়। এরপর আলাদা আদেশে তাদের আগের দফতরেই পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুস সালাম, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনিসুর রহমান এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সচিব করেছে সরকার। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মোঃ শামসুল আরেফিন এবং ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নাসরিন আক্তারকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই ৬ জন অতিরিক্ত সচিব দীর্ঘদিন ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অপর একটি পৃথক আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়। উল্লেখ্য, সচিব হচ্ছেন কোন মন্ত্রণালয় বা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন ৭৭ জন।
×