ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস কর্তৃপক্ষকে রাজিবের চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:০৪, ৫ এপ্রিল ২০১৮

বাস কর্তৃপক্ষকে রাজিবের চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হাসানের চিকিৎসার ব্যয় দ্বিতল বাসের মালিক বিআরটিসি এবং স্বজন পরিবহনের মালিককে বহন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া তার কৃত্রিম হাত প্রতিস্থাপন করা হলে তার খরচও এই দুই বাস মালিক কর্তৃপক্ষকে বহন করার আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন সংশোধন ও নতুন করে বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশ প্রধান, ডিএমপি কমিশনারসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজলের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার আদালত এই আদেশ দেয়। আদেশের পর এ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, “আদালত বলেছে, রাজিবের হাত রিপ্লেস করার সুযোগ থাকলে তার ব্যয়ভারও দুই বাস কর্তৃপক্ষকে বহন করতে হবে।” তিনি আরো বলেন, আজ (বুধবার) বেশ কয়েকটি পত্রিকায় মর্মান্তিক একটি ঘটনার খবর ও ছবি প্রকাশ হয়েছে। এটা নিয়ে আদালতে আমরা জনস্বার্থে একটি মামলা দায়ের করেছি। দুই বাসের অসুস্থ প্রতিযোগিতায় তিতুমীর কলেজের এক ছাত্রের একটি হাত কাটা গেছে। বিষয়টি আদালতের নজরে আনলে আদালত রুলসহ এ আদেশ দেয়। আদালতে এ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল নিজেই রিটের পক্ষে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। প্রসঙ্গত, এর আগে গত ৩ এপ্রিল দুপুর দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দ্বিতল বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগন্যালে থেমে ছিল। পরে একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় যাত্রী রাজিব হাসানের ডান হাত দ্বিতল বাসের সঙ্গে লেগে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হাতটি দ্বিতল বাসের সঙ্গে ঝুলছিল। আশপাশের লোকজন তাৎক্ষণিক রাজিবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। পরে ওই ঘটনাটি বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। সেসব প্রতিবেদন সংযুক্ত করে আদালতে রিট করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেয়। এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, এ ঘটনায় উভয় বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন বাসের চালক মোঃ খোরশেদ। বুধবার এক প্রেস বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, ঘটনার পরপরই স্বজন পরিবহনের চালক বাস রেখে পালিয়ে যায়। তবে দোতালা বাসের চালক ওয়াহিদকে গ্রেফতার করা হয়। পরে স্বজনের চালক খোরশেদকেও গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজিবের সহপাঠীরা জানায়, এ ঘটনায় শুধু তিতুমীর কলেজেই নয়, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার করেছে। হাসিব নামের এক সহপাঠী বলেন, রাজিবের বাবা-মা কেউ বেঁচে নেই। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার টাইপ করে তিনি নিজের এবং ছোট দুই ভাইয়ের খরচ চালাতেন। এখন তার দুটো হাত না থাকায় শুধু তারই নয়, পরিবারেরও ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে।
×