ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষক নিবন্ধন পরীক্ষা

৯০ দিনের মধ্যে উত্তীর্ণদের মেধাতালিকা করার নির্দেশ

প্রকাশিত: ০৮:৪৩, ৪ এপ্রিল ২০১৮

৯০ দিনের মধ্যে উত্তীর্ণদের মেধাতালিকা করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের ৯০ দিনের মধ্যে একটি জাতীয় মেধাতালিকা করার নির্দেশ এবং নিয়োগের ক্ষেত্রে বিভাগ, জেলা ও উপজেলা কোটা পদ্ধতি বাতিল করার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রায় প্রদানকারী বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোঃ মোহাম্মদ উল্লার স্বাক্ষরের পর ৪৯ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশের বিষয়টি রিটকারী আইনজীবী এ্যাডভোকেট ইশরাত হাসান নিশ্চিত করেন। রায়ে সাত দফা নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হচ্ছে, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদ দিতে হবে। নিয়োগ না হওয়া পর্যন্ত সনদ বহাল থাকবে। রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে উত্তীর্ণদের নিয়ে একটি জাতীয় মেধাতালিকা করতে হবে। এই তালিকা বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বিভাগ, জেলা, উপজেলা তালিকা নামে কোন তালিকা করা যাবে না। এনটিআরসিএ প্রতিবছর মেধাতালিকা হালনাগাদ করবে। সম্মিলিত মেধাতালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীর নামে সনদ জারি করতে হবে। নিয়োগের উদ্দেশে এনটিআরসিএ কোন শিক্ষাপ্রতিষ্ঠান বরাবর কোন সুপারিশ করলে কপি পাওয়ার ৬০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ওই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য গঠিত ব্যবস্থাপনা কমিটি বা গবর্নিং কমিটি বাতিল করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করতে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার। নিবন্ধন সনদধারী বিভিন্ন জেলার কয়েক হাজার ব্যক্তির করা প্রায় দুই শতাধিক রিট আবেদন নিষ্পত্তি করে এ রায় দেয় আদালত। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ধারাবাহিকভাবে শুনানি করেন এ্যাডভোকেট হুমায়ুন কবির, এ্যাডভোকেট ইশরাত হাসান। এনটিআরসিএর পক্ষে ছিলেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান। গত বছরের ৩০ জুলাই এনটিআরসিএ আদালতে একটি প্রতিবেদন দিয়ে জানায়, পদ ও বিষয়ভিত্তিক ২২ হাজার ৫৬৭টি পদ শূন্য রয়েছে।
×