ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই বাসের পাল্লা ॥ কলেজ ছাত্রের ডান হাত বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৮:৩৮, ৪ এপ্রিল ২০১৮

দুই বাসের পাল্লা ॥ কলেজ ছাত্রের ডান হাত বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ পাল্লাপাল্লি করে যাওয়ার সময় দ্রুত গতির একটি বাসের ধাক্কায় আরেক বাসের যাত্রী রাজিব হোসেন নামে সরকারী তিতুমীর কলেজের এক ছাত্রের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে পান্থপথ শমরিতা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে কাওরানবাজার সার্ক ফোয়ারার কাছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। পুলিশ বাস দুটিসহ একজন চালককে আটক করেছে। আরেক চালক পালিয়েছে। ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ার কবীর জানান, বেলা দেড়টার দিকে বাংলামোটর থেকে ফার্মগেটমুখী একটি দোতলা বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিল। একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এতে দুই বাসের ঘষায় ওই ছাত্রের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। হাতটি দোতলা বাসের সঙ্গে লেগে ঝুলেছিল। দ্রুত তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। শমরিতা হাসপাতালের চিকিৎসক রিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, রাজিবকে রক্ত দেয়া হচ্ছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ জানায়, রাজিব ডিগ্রী শ্রেণীর ছাত্র। তিনি যাত্রাবাড়ী থাকে। তিনি কলেজে যাচ্ছিলেন। তার পিতা মাতা নেই। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড়। পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার টাইপ করে তার নিজের এবং ছোট দুই ভাইয়ের খরচ চালাতেন। ঘটনার পরপরই স্বজন পরিবহনের চালক বাস রেখে পালিয়ে যায়। দোতালা বাসের চালক ওয়াহিদকে আটক করা হয়েছে। সেই সঙ্গে বাস দুইটি জব্দ করা হয়েছে।
×