ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া খবর নিয়ে শাস্তির বিধান বাতিল করল ভারত

প্রকাশিত: ০৮:২০, ৪ এপ্রিল ২০১৮

ভুয়া খবর নিয়ে শাস্তির বিধান বাতিল করল ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে ভুয়া খবর প্রকাশ করলে সাংবাদিকের শাস্তির যে বিধান দেয়া হয়েছিল, একদিনের মাথায় তা প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে কোন সাংবাদিকের বিরুদ্ধে ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদ পরিবেশনের অভিযোগ উঠলে তার সরকারী ‘এ্যাক্রেডিটেশন কার্ড’ সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বাতিল করা হবে এই মর্মে সোমবার বিজ্ঞপ্তি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খবর বিবিসির। ভারতে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) থেকে দেয়া ‘এ্যাক্রেডিটেশন কার্ড’ দেখিয়ে সাংবাদিকরা যেকোন সরকারী ভবনে বা অনুষ্ঠানে প্রবেশ করতে পারাসহ বেশ কিছু সুবিধা পায়। ভারতের তথ্যমন্ত্রী স্মৃতি ইরানি সোমবার ভুয়া খবর প্রকাশের জন্য সাংবাদিকদের শাস্তির ওই নির্দেশ জারি করেছিলেন, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নির্দেশিকায় ‘এ্যাক্রেডিটেশন কার্ড’ পেতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকার প্রস্তাবও দেয়া হয়। ‘সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ’ বর্ণনা করে ভারতের সাংবাদিকরা ওই নির্দেশিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের আদেশের ব্যাখ্যায় বলা হয়, ‘বাড়তে থাকা ভুয়া সংবাদের’ বিরুদ্ধে লড়াইয়ে এর প্রয়োজন আছে। তবে ভুয়া সংবাদ বলতে কী বোঝানো হচ্ছে সে বিষয়ে মন্ত্রণালয় থেকে কোন ব্যাখ্যা দেয়া হয়নি। সাংবাদিকদের ক্ষোভের মুখে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী মোদি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে তাদের দেয়া নির্দেশ প্রত্যাহার করে নিতে বলেন। মুসলমানরা এক সন্ন্যাসীকে আক্রমণ করেছে, এ ধরনের একটি ভুয়া খবর প্রকাশের কারণে গত মাসে সরকার অনুমোদিত নয় এমন একটি ওয়েবসাইটের সম্পাদককে আটক করা হয়। ভারতে ভুয়া খবর নিয়ে সুনির্দিষ্ট কোন আইন নেই। তবে প্রকাশিত কোন সংবাদের কারণে যদি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা দেখা দেয় তবে তা শাস্তিযোগ্য অপরাধ।
×