ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ মিডিয়াম স্কুলে প্রতিনিধি নির্বাচন পদ্ধতি প্রণয়নের নির্দেশ

প্রকাশিত: ০৮:০৮, ৪ এপ্রিল ২০১৮

ইংলিশ মিডিয়াম স্কুলে প্রতিনিধি নির্বাচন পদ্ধতি প্রণয়নের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ইংলিশ মিডিয়াম স্কুলে প্রতিনিধি নির্বাচন পদ্ধতি প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। রায়ে বলা হয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে প্রতিনিধি নির্বাচন পদ্ধতি নিবন্ধন কর্তৃপক্ষ শিক্ষা অধিদফতরের শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত হবে। রায়ের অনুলিপি পাওয়ার পর আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সকল শিক্ষা অধিদফতর ও স্কুলগুলোকে অবহিত করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। রায় বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে। শিক্ষার গুণগত মান ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিবেচনা করে ম্যানেজিং কমিটি ছাত্র-ছাত্রীদের জন্য টিউশন ফি, ভর্তি ফি, সেশন চার্জ ও অন্যান্য ফি নির্ধারণ করতে পারবে। তবে কোন অবস্থাতেই উক্তরূপ ফি বা চার্জ বছরে ১০ ভাগের বেশি বৃদ্ধি করা যাবে না।
×