ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় ডাচ্ আইনজীবীর জেল

প্রকাশিত: ০৮:০৪, ৪ এপ্রিল ২০১৮

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় ডাচ্ আইনজীবীর জেল

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার ঘটনায় মিথ্যা সাক্ষ্য দেয়ায় নেদারল্যান্ডসের একজন আইনজীবীকে ৩০ দিনের জেল দিয়েছে আদালত। ট্রাম্পের সাবেক ডেপুটি ক্যাম্পেন চেয়ারম্যান রিক গেটসের সঙ্গে সম্পর্কিত ওই আইনজীবীকে ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। খবর সিএনএনের। ২০১৬ সালের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এ্যালেক্স ভ্যান ডার জয়ানই প্রথম ব্যক্তি যার সাজা হলো। এর আগে গত ফেব্রুয়ারিতে মুলারের টিমকে মিথ্যা সাক্ষ্য দেয়ায় তিনি দোষী সাব্যস্ত হন। তবে ভ্যান ডার জয়ানের আইনজীবীরা তার মক্কেলকে জেলে না পাঠাতে অনুরোধ করেন। এদিকে ভ্যান ডার জয়ান ওই ঘটনায় ক্ষমা চেয়েছেন। এ সময় তিনি বলেন, আমার অপরাধ কী? বিশেষ কাউন্সিল মুলার তদন্ত শুরু করার পর ভ্যান ডার জয়ান চতুর্থ ব্যক্তি যিনি অভিযুক্ত হলেন। এর আগে গত বছর ট্রাম্পের ক্যাম্পেন সহযোগী জর্জ পাপাডোপোলাস ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং ফেক আইডি সরবরাহকারী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন মুলার।
×