ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিতেছেন ২০১০ সালের বিশ্বকাপ ট্রফি। এ্যান্ডারসনের অনন্য রেকর্ড

প্রকাশিত: ০৭:০৩, ৪ এপ্রিল ২০১৮

জিতেছেন ২০১০ সালের বিশ্বকাপ ট্রফি। এ্যান্ডারসনের অনন্য রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চ টেস্টে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস এ্যান্ডারসন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৭তম ওভারে শেষ বলটি করার মাধ্যমে তিনি টেস্ট ক্রিকেটে পেস বোলার হিসেবে সবচেয়ে বেশি বল করার নতুন রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারে ১৩৬ ম্যাচ খেলে এন্ডারসন এই রেকর্ড (৩০,০২০ ডেলিভারি) গড়লেন। ক্রাইস্টচার্চ ম্যাচ শেষে টেস্টে এখন তার সর্বমোট বলসংখ্যা ৩০,০৭৪টি। এর আগে এই রেকর্ড ছিল ক্যারিবীয় লিজেন্ড কার্টনি ওয়ালশের (৩০,০১৯)। এ্যান্ডারসনের আগে সবমিলিয়ে এই তালিকায় আছেন তিনজন বিশ্বসেরা স্পিনার : শেন ওয়ার্ন, অনীল কুম্বলে ও মুত্তিয়া মুরলিধরন। ২০১৫ সালে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হিসেবে এ্যান্ডারসন রেকর্ড গড়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৫০০তম টেস্ট উইকেট দখল করে এই রেকর্ড গড়েন। টেস্ট ম্যাচে বর্তমানে তার উইকেট সংখ্যা ৫৩১। টেস্ট ইতিহাসে পেস বোলার হিসেবে সর্বোচ্চ ৫৬৩ উইকেট দখল করে তালিকায় শীর্ষে অবস্থান করছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাকগ্রা।
×