ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০০০তম ম্যাচে ক্যাসিয়াসের হার

প্রকাশিত: ০৭:০২, ৪ এপ্রিল ২০১৮

১০০০তম ম্যাচে ক্যাসিয়াসের হার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। স্পেন ও রিয়াল মাদ্রিদের হয়ে স্বর্ণসাফল্য পেয়েছেন। ক্যারিয়ারের ঊষালগ্নে তিনি এখন খেলছেন পর্তুগীজ ক্লাব এফসি পোর্তোতে। সেখানে পেশাদার ক্যারিয়ারে ১০০০তম ম্যাচ খেলেছেন সাবেক স্পেন অধিনায়ক। কিন্তু বিশেষ ম্যাচটি স্মরণীয় করতে পারেননি তিনি। কেননা সোমবার রাতে বেলেনেনসেসের কাছে ২-০ গোলে হেরেছে ক্যাসিয়াসের পোর্তো। ক্যাসিয়াসের রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়েছিল ১৯৯৯ সালে। রিয়ালের জার্সিতে ১৬ বছরের ক্যারিয়ারে ৭২৫টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময় পাঁচটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লীগসহ জিতেছেন অন্য আরও শিরোপা। এরপর ২০১৫ সালে সান্টিয়াগো বার্নাব্যু ছেড়ে পোর্তোতে যোগ দেন ক্যাসিয়াস। পর্তুগীজ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০৮ ম্যাচ। এছাড়া ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক স্পেনের হয়ে খেলেছেন রেকর্ড ১৬৭ আন্তর্জাতিক ম্যাচ।
×