ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৯ সালে সিনিয়র সাফ এ্যাথলেটিক্স ঢাকায়

প্রকাশিত: ০৭:০২, ৪ এপ্রিল ২০১৮

২০১৯ সালে সিনিয়র সাফ এ্যাথলেটিক্স ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর ঢাকায় সিনিয়র সাফ এ্যাথলেটিকক্স আয়োজন করবে এ্যাথলেটিক্স ফেডারেশন। এ বছর বেশ কটি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে ২০১৯ এসএ গেমসের জন্য এখন থেকেই অনুশীলনের আয়োজন করার জন্য বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) প্রতি আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। সার্কের দেশগুলো নিয়ে প্রথমবারের মতো ভুটানে অনুষ্ঠিত হলো ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ। অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে অংশ নেয়া বাংলাদেশ হয়েছে পঞ্চম। বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক আসরগুলোতে অংশ নেয়ার সংখ্যা বেড়েছে। পাশাপাশি ঘরের মাটিতে আন্তর্জাতিক আসর আয়োজনের পরিকল্পনাও নিয়েছে ফেডারেশন। আগামী বছর সাফ সিনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাংলাদেশ। মে’তে শ্রীলঙ্কায় বসছে সাউথ এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ। ১৪ সদস্যের দল যাচ্ছে বাংলাদেশ থেকে। ২০১৯ সালে নেপালে বসছে এসএ গেমসের আসর। কিন্তু এখনও অনুশীলন শুরুই করতে পারেনি কর্মকর্তারা। এরজন্য বাজেট চেয়েছেন বিওএ’র কাছে। ২০১৯ এসএ গেমস পর্যন্ত এশিয়ান গেমসসহ অন্তত চারটি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ।
×