ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধ হচ্ছে সুইমিংপুল নির্মাণ

প্রকাশিত: ০৭:০২, ৪ এপ্রিল ২০১৮

বন্ধ হচ্ছে সুইমিংপুল নির্মাণ

স্পোর্টস রিপোর্টার ॥ আর কোন সুইমিংপুল নির্মাণ করবে না সরকার। জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) জানিয়ে দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। যার মূলে রক্ষণাবেক্ষণের অভাব। নির্মিত পুলগুলোর বেহাল দশা আর অধিকাংশের ব্যবহার না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সুইমিংপুল নির্মাণ বন্ধ হওয়ায় এবার ইনডোর স্টেডিয়াম নির্মাণের কথা ভাবছে এনএসসি। প্রশিক্ষণের জন্য নির্মাণ করা হয় সুইমিংপুলগুলো। কিন্তু হয়নি লক্ষ্যপূরণ। কারণ অধিকাংশই অকেজো আর ব্যবহারের অনুপযোগী। মূলত রক্ষণাবেক্ষণের অভাবে করুণ দশা সুইমিংপুলগুলোর। এমন অবস্থায় নতুন সুইমিংপুল নির্মাণ না করার নির্দেশনা পরিকল্পনা মন্ত্রণালয়ের। দেশে সুইমিংপুল ১৯টি। জেলা ক্রীড়া সংস্থার ১৩টি, ঢাকাসহ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আরও তিনটি। বাকি দুটি ফেডারেশনের। কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামোগুলোর এমন দুরবস্থায় নতুন করে ভাবছে ক্রীড়া পরিষদ। নির্মাণাধীন কুমিল্লা ও বন্দরনগরী চট্টগ্রামের পুল। যশোর, বরিশাল ও মুন্সীগঞ্জের সুইমিংপুল সংস্কারের অপেক্ষায়। অথচ দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বে ধারাবাহিক দেশের সাঁতার। সবসময় লাল-সবুজের পতাকা উড়িয়েছেন সাঁতারুরা। তবে কখনও দক্ষিণ এশিয়ার বাইরে সাফল্যের মুখ দেখেনি সাঁতারুরা। সুইমিংপুল নির্মাণ বন্ধ হলেও বর্ষা মৌসুমে ক্রীড়া আসর চালিয়ে যেতে জেলা ও বিভাগীয় পর্যায়ে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে এনএসসি। থাকবে আধুনিক সুযোগ-সুবিধা ও জিম।
×