ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিমত তামিম ইকবালের

‘মাশরাফি তরুণদের জন্য অনুপ্রেরণা’

প্রকাশিত: ০৭:০০, ৪ এপ্রিল ২০১৮

‘মাশরাফি তরুণদের জন্য অনুপ্রেরণা’

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) রেকর্ড গড়েছেন মাশরাফি বিন মর্তুজা। ঢাকা লীগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এক মৌসুমে সর্বাধিক উইকেট শিকার করেছেন। ৩৮ উইকেট নিয়েছেন। ক্যারিয়ারের শেষান্তে এসে ৩৪ বছর বয়সী মাশরাফি যে নৈপুণ্য দেখাচ্ছেন তা তরুণদের জন্য উদাহরণই। বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও তাই মনে করছেন। মঙ্গলবার বিসিবির মিডিয়া লাউঞ্জে এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘উনার ক্যারিয়ার শেষ দিকে। এমন সময়ে এসে এ রকম পারফর্ম করা সহজ নয়। এটাই প্রমাণ করে, উনি ঘরোয়া লীগকেও কতোটা গুরুত্ব সহকারে নিয়েছেন। উনি যদি পাঁচ বা দশভাগ কম দিয়েও খেলতেন, তাহলে এই অর্জন তিনি পেতেন না। যারা তাকে আদর্শ মনে করেন বা বাংলাদেশ দলের বোলার হতে চান, তাদের জন্য মাশরাফির এই পারফর্মেন্স একটা অসাধারণ উদাহরণ।’ আগেই আবু হায়দার রনির রেকর্ড স্পর্শ করা মাশরাফি সোমবার খেলাঘরের বিপক্ষে ৩টি উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ড গড়েন। ৩৮টি উইকেট নিয়ে প্রিমিয়ার লীগে সর্বাধিক উইকেট শিকারি এখন নড়াইল এক্সপ্রেস। ম্যাচ বাকি আছে আরও একটি। তাই রেকর্ডকে আরও মজবুত করার সুযোগ রয়েছে তার। আর এ বয়সেও মাশরাফির ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয়াকেই মূল রহস্য বলে মনে করছেন তামিম। শুধু মাশরাফির রেকর্ড নিয়েই নয়, ব্যাটিংয়ে তরুণদের, বিশেষ করে সৌম্য সরকার ও সাব্বির রহমান রুম্মনদের আরও ভাল করার দিকেও মনোযোগ দিয়েছেন তামিম। নিদাহাস ট্রফিতে লিটন কুমার দাস একটি মাত্র ম্যাচে ভাল ব্যাটিং করতে পেরেছেন। ৪৩ রানের ইনিংস খেলেন। সৌম্য সরকারের ব্যাটে ছিল না রান। সর্বোচ্চ একটি ম্যাচে ২৪ রান করতে পেরেছেন। সাব্বির ফাইনালে এসে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তবে সবমিলিয়ে আশার বেলুন উড়াতে পারেননি। সৌম্য, সাব্বিরদের মতো প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানরা যদি নিজেদের মেলে ধরতে না পারেন তাহলে দল বিপদে পড়ে। তাই তাদের ব্যাট হাতে এগিয়ে আসতে বলেছেন তামিম। জানিয়েছেন, ‘তরুণদের কাছ থেকে যদি আরও বেশি অবদান পাওয়া যায় তাহলে এটা দলের জন্য খুবই ভাল হবে। কিন্তু আমি সবসময় দেখি ওরা কঠোর পরিশ্রম করে। হয়তো বা রেজাল্টটা পাচ্ছে না। তবে আমি আশাকরি খুব দ্রুত ওরা ফলাফলটা পাবে এবং আরও বেশি অবদান রাখতে পারবে জাতীয় দলের জন্য।’ সঙ্গে যোগ করেন, ‘যদি আমাদের চার-পাঁচজনের (সিনিয়রদের) সঙ্গে ওরাও অবদান রাখতে শুরু করে তাহলে আমরা আরও ভাল দল হয়ে দাঁড়াব।’ সামনে বাংলাদেশ দলের খেলা রয়েছে জুনে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে। সেই সিরিজের আগে তামিমের হাঁটুর চোট সেরে উঠবে? এ নিয়েও আলোচনা হচ্ছে। তামিম জানান, সেরে উঠবেন। তিনি বলেছেন, ‘খেলা তো জুন মাসে। মে মাসের ৭-৮ তারিখের দিকে আমার পুনর্বাসন শেষ হবে। তারপর ১০-১২ তারিখের দিকে ক্যাম্প হবে। আশার কথা হলো হাতে অনেক সময় আছে। আশাকরি আফগানিস্তান সিরিজের আগেই পুরোপুরি রিকভার করে নিতে পারব।’ জাতীয় দলে ব্যস্ত থাকায় দেশের ঘরোয়া লীগে খেলতে পারেননি তামিম। কলাবাগান ক্রীড়াচক্র প্রথম বিভাগে নেমে গেছে। ইনজুরির জন্য শেষে অংশ নিতে পারেননি। তামিম হতাশা প্রকাশ করেন, ‘সত্যিই ঢাকা লীগ খেলাটা খুব এনজয় করি। ঘরোয়া ক্রিকেটের এই আসরটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি। এই আসরের ক্রিকেটের মান অনেক উঁচুতে। এই আসরে খেলোয়াড়রা শতভাগের চেয়ে বেশি এফোর্ট দেয়। এ রকম একটা আয়োজনে খেলতে না পারাটা হতাশাজনক। কিন্তু এই মুহূর্তে ইনজুরি থেকে সেরে উঠাই আমার মূল কাজ। কারণ জাতীয় দলের অনেক খেলা আছে।’
×