ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হরিজনদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫২, ৪ এপ্রিল ২০১৮

হরিজনদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ এপ্রিল ॥ রংপুর সদর হাসপাতাল হরিজন কলোনি উচ্ছেদের পাঁয়তারা বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান, বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্বারকলিপি পেশ করেছে হরিজন কলোনিবাসী। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্র্মসূচী চলাকালে হরিজন কলোনিবাসী আমরি লাল বাসফোরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা আহ্বায়ক পলাশ কান্তি নাগ, হরিজন নেতা শিলিপ বাসফোর, কনিল বাসফোর, রাজেশ বাসফোর, সুরেশ বাসফোর প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন হরিজন নেতা সাজু বাসফোর। খুনীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ এপ্রিল ॥ মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের চাঞ্চল্যকর আবুল কালাম (৩৫) খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে ওই গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ মঙ্গলবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বেলা ১১ টার দিকে ওই ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ’ নারী পুরুষ হেঁটে মাঝপাড়া গ্রাম থেকে মিছিল নিয়ে বাউফল শহরে আসেন। এরপর মিছিলটি শহরের কু-পট্টি এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন করে। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আবুল কালাম খানকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে।
×