ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবিতে নির্মিত হচ্ছে ভাস্কর্য চেতনা ৭১

প্রকাশিত: ০৬:৪৮, ৪ এপ্রিল ২০১৮

চবিতে নির্মিত হচ্ছে ভাস্কর্য চেতনা ৭১

চবি সংবাদদাতা ॥ মুক্তিযুদ্ধ বাঙালী জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। জাতীয় জীবনে বাঙালীর সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। এই স্বাধীনতার স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে দেশের বিভিন্ন জায়গায় নির্মিত হয়েছে অসংখ্য ভাস্কর্য। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩ বছরের ইতিহাসে এটিই প্রথম কোন ভাস্কর্য। ভাস্কর সৈয়দ সোহরাব জাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ সংলগ্ন রাস্তায় নির্মিত হচ্ছে এই ভাস্কর্য। মূল বেদিসহ নির্মিতব্য এ ভাস্কর্যটি উচ্চতায় হবে ১৮ ফুট আর প্রস্থে ২২ ফুট। উপরের স্তরে দুইজন মুক্তিযোদ্ধার উচ্চতা ১১ ফুট এবং নিচের স্তরে প্রতিটি মানব প্রতিমূর্তির উচ্চতা হবে ৫ ফুট। নগরীতে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ছাদেই চলছে ভাস্কর্যের মূল কাঠামো নির্মাণের কর্মযজ্ঞ। ভাস্কর্যটি নির্মাণে ১৫ লাখ টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন, নির্মাণের সমন্বয়ক প্রক্টর আলী আজগর চৌধুরী, যার মধ্যে বিশ্ববিদ্যালয় তহবিল হতে ৫ লাখ টাকা ও ব্যক্তি অনুদানে ১০ লাখ টাকার সংস্থান করা হবে। সরেজমিনে দেখা যায়, ভাস্কর্য নির্মাণে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর সৈয়দ মোঃ সোহরাব জাহান। ইতোমধ্যেই মূল ভাস্কর্যের ৮০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে বলে জানান তিনি। রোদ বৃষ্টিতে ভাস্কর্য যাতে উজ্জ¦লতা না হারায় সেজন্যে লাইভ কাস্টিং মেথডে তৈরি করা এ ভাস্কর্যটিতে মার্বেল ডাস্ট ব্যবহার করা হচ্ছে। সোহরাব জামান নিজে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। নিজ বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য নির্মাণের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ যেহেতু নয় মাসের একটা যুদ্ধ, সেই হিসেব করে নয় মাসের মধ্যেই আমরা এটি করতে চেয়েছি।
×