ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ মাদকাসক্তের দণ্ড

প্রকাশিত: ০৬:৪৭, ৪ এপ্রিল ২০১৮

১০ মাদকাসক্তের দণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুরে মাদকাসক্ত তিন ছাত্রসহ ১০ জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার-উল-হালিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের অর্থ দ-ের আদেশ দেন। দ-প্রাপ্ত তিন ছাত্র হলো উপজেলার জাহানাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে ৯ম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম ওরফে সবুজ, অনার্সের ছাত্র ফিরোজ হাসান ও জাফর আলীর ছেলে জামিউল ইসলাম। এদের প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদ- করা হয়। এছাড়া অন্যদের বিভিন্ন অঙ্কের অর্থদ- দেয়া হয়। মোহনপুর থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ জানান, সোমবার রাতে মোহনপুর থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ছাত্রসহ ১০ মাদকাসক্তকে গ্রেফতার করে। পাবনায় সমকামী বিয়ে নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩ এপ্রিল ॥ চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে সমকামী বিয়ের ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাতে গ্রামের রাম সরকারের ছেলে গগনের (২১) সঙ্গে একই উপজেলার ফৈলজানা ইউনিয়নের হাবিল উদ্দিনের ছেলে আলামিনের (১২) ধুমধাম করে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে দেয়া হয়। মঙ্গলবার সকালে এলাকাবাসী ঘটনাটি জেনে বিয়ে বাড়িতে চড়াও হলে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকসহ আলামিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার বিকেল পর্যন্ত গগন প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে আটক করেনি বলে এলাকাবাসী অভিযোগে জানায়।
×