ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেরিন সিটির বালু ভরাট বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৬:৪৭, ৪ এপ্রিল ২০১৮

মেরিন সিটির বালু ভরাট বন্ধের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি, হিননাল, বঈলদা ও নোয়াগাঁও মৌজার জিন্দা ও নোয়াগাঁও এলাকায় মেরিন সিটি নামের আবাসন প্রকল্পের অবৈধভাবে কৃষি জমি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সরেজমিনে গিয়ে অবৈধ বালু ভরাট বন্ধসহ সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানকে সরকারী জমি উদ্ধার করে টাঙ্গিয়ে দেয়ারও নির্দেশ দেন তিনি। এ দিকে, সহযোগিতা পেয়ে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসনকে। ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভাগ্যবতী খাল ও কৃষকদের জমি না কিনে জবরদখল ও কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাটসহ নানা অভিযোগে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এইউবিতে পুনর্মিলনী এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী (শনিবার) আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান এম সাদেক। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, কবি মুস্তফা জামান আব্বাসী, সম্মানিত অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয়) কবি রানা জামান, এইউবির কলা অনুষদের ডীন ড. মুহাম্মদ মুহসীন উদ্দিন, বাংলা বিভাগীয় প্রধান রিটা আশরাফ, কবি মোহন চৌধুরী, সি আইপি ড. মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন এইউবির প্রাক্তন ছাত্র কবি জামসেদ ওয়াজেদ। মিডিয়া পার্টনার ছিল সময় টিভি। সামাজিক বিশেষ অবদান রাখায় ১৩ জনকে বাংলা বিভাগের এ্যালামনাই এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেয়া হয়-কবিতায় কবি জামসেদ ওয়াজেদ, কথাসাহিত্যে নাসিমুল বারী, গল্পে জাহানারা খান শেপু, নজরুল সংগঠকে মোজাম্মেল হক খান বাবর, সাংস্কৃতিক সংগঠকে সাইদুর রহমান তসলিম, সামাজিক সংগঠকে জহিরুল ইসলাম জুয়েল, সঙ্গীতে সাধনা সরকার সেতু, কবিতায় মোহন চৌধুরী, গবেষণায় রফিক আকন্দ, উপন্যাসে নুর মোহাম্মদ সিরাজী।-বিজ্ঞপ্তি
×