ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে যাত্রা শুরু করল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো

প্রকাশিত: ০৬:৪৩, ৪ এপ্রিল ২০১৮

বাংলাদেশে যাত্রা শুরু করল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো

বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা, নিখুঁত শর্ট, নিখুঁত ছবির এক নতুন অভিজ্ঞতা দিতে ২ এপ্রিল ঢাকার লা মেরিডিয়ান হোটেলের স্কাই বোল রুমে ভিভো’র ফুল ভিউ ৯০% ডিসপ্লের এআই পাওয়ারড (কৃত্রিম বুদ্ধিমত্তা) সম্বলিত সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন মডেল ভিভো ভি-৯ এর মোড়ক উন্মোচিত হলো, এরই সঙ্গে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিশ্বেও শীর্ষ স্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। ‘লাভ বাংলাদেশ লাভ ভিভো’ স্লোগান নিয়ে ভিভো ভি-৯ কে দর্শকের সামনে উপস্থাপন করেন ভিভো বাংলাদেশের সিইও মি. ডু বাউহুয়া। তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার মনোমুগ্ধকর পরিবেশনা সঙ্গে জনপ্রিয় অভিনেতা তাওসিফ মাহবুব, অভিনেত্রী শবনব ফারিয়া, গ্লোবাল টিমের সদস্যসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা। ভিভো ভি-৯ ফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা এআই পাওয়ারড (কৃত্রিম বুদ্ধিমত্তা) সম্বলিত হওয়ায় যা দিয়ে নিখুঁত শর্টের মাধ্যমে নিখুঁত ছবি ধারণ করা সম্ভব। -বিজ্ঞপ্তি ভোক্তাদের জন্য রূপচাঁদা এর অভিনব উপহার লে-জর্ব সয়াবিন তেল-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানী উইলমার লিমিটেড এর সি.ও.ও অংশু মল্লিক, হেড অব আর.এ্যান্ড.ডি বিপ্রবুদ্ধ চ্যাটার্জী এবং বি.ই.ও.ল-এর জেনারেল ম্যানেজার ইনাম আহমেদসহ কোম্পানির আরও শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ
×