ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যামসাংয়ের ফোরজি স্মার্টফোন এখন বাংলাদেশে তৈরি হবে

প্রকাশিত: ০৬:৪১, ৪ এপ্রিল ২০১৮

স্যামসাংয়ের ফোরজি স্মার্টফোন এখন বাংলাদেশে তৈরি হবে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্রান্ড স্যামসাংয়ের ফোরজি স্মার্টফোন এখন থেকে বাংলাদেশেই তৈরি হবে। মঙ্গলবার নরসিংদীতে কারখানা তৈরির ঘোষণা দিয়েছে স্যামসাংয়ের পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেয়ার ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব এ ঘোষণা দেন। এই কারখানায় স্যামসাং ইলেকট্রনিক্সের ফোরজি স্মার্টফোন তৈরির বাইরে টিভি, ফ্রিজ, মাইক্রোওভেনসহ নানা পণ্য তৈরি হবে। আগামী ঈদুল ফিতরের আগেই দেশে তৈরি স্যামসাংয়ের স্মার্টফোনটি বাজারে আসবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিরেক্টর স্যাংওয়ান ইউন, ফেয়ার ইলেকট্রনিক্সের চীফ মার্কেটিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রমুখ। ফেয়ার ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম বলেন, স্যামসাংয়ের প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করে আমরা নিশ্চিত করব যেন স্যামসাংয়ের বিশ্বমানের পণ্যগুলো বাংলাদেশ গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। কারখানায় বহু কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রযুক্তি বিষয়ে দক্ষ কর্মী গড়ে উঠবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে এই ফোন সেট রফতানি করা সম্ভব হবে। আমরা টার্গেট নিয়েছি উৎপাদনের পর দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির চেষ্টা করব। তবে সব কিছুই হবে নানা হিসাব-নিকাশের পর। স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, ফেয়ার ইলেক্ট্রনিক্সের সঙ্গে যুক্ত হয়ে নতুন মোবাইল উৎপাদন কারখানা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। আমরা নিশ্চিত যে, স্যামসাংয়ের ফোরজি স্মার্টফোনগুলো বাংলাদেশের ডিজিটালাইজেশনের লক্ষ্য অর্জনের পথে সাহায্য করবে। সংবাদ সম্মেলনে ফেয়ার ইলেকট্রনিক্সের চীফ মার্কেটিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, এই কারখানার আয়তন হবে ৫৮ হাজার স্কয়ার ফুট। এতে প্রত্যক্ষভাবে পাঁচ শতাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। কাজের বেশকিছু অগ্রগতি হয়েছে।
×