ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৬:৪০, ৪ এপ্রিল ২০১৮

প্রাইম ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের (ইস্যুয়ার) ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬৩৮তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে - নন কনভারটেবল, সম্পূর্ণ অবসায়নযোগ্য, সাব-অর্ডিনেটেড বন্ড। এ বন্ডের মেয়াদ হবে সাত বছর। বন্ডটি শুধুমাত্র ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট বডি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারী কিনতে পারবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু ক্যাপিটাল বেস শর্তপূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মেন্ডটেড লিড এ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার ব্যাংক লিমিটেড। নুভিস্তা এখন বেক্সিমকো ফার্মার অর্থনৈতিক রিপোর্টার ॥ নুভিস্তা ফার্মার ৮৫.২২ শতাংশ শেয়ার নিয়ে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ সম্পন্ন করল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সোমবার রাজধানীর রেডিসনে আনুষ্ঠানিকভাবে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। জানা গেছে, নুভিস্তা ফার্মা আগে আর্গনন বাংলাদেশ নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটি হরমোন এবং স্ট্রেয়ড ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এর আগে অধিগ্রহণের জন্যে ২০১৭ সালের ৫ অক্টোবর উভয় কোম্পানির মধ্যে একটি সমঝোতা চুক্তিসই হয়। আর ২০১৮ সালের ১৮ জানুয়ারি ওই চুক্তি সম্পন্ন করতে একমত হয়। বর্তমানে নুভিস্তা ফার্মাতে সরকারের ১২.৯২ শতাংশ শেয়ার রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এর মাধ্যমে দেশে গুণগতমানের ওষুধ তৈরি হবে। পাশাপাশি বেক্সিমকোর ওষুধের বাজার আরও সম্প্রসারিত হলো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান এফ রহমান
×