ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন দিনের উত্থানের পর সূচক কমল

প্রকাশিত: ০৬:৩৭, ৪ এপ্রিল ২০১৮

তিন দিনের উত্থানের পর সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন দিনের বড় উত্থানের পর মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রায় ৬৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৫৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি ৪৪ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ৫৯৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর কিছু সময় পরই শেয়ার বিক্রির চাপ বাড়ে। সারাদিনের ওঠানামা শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৫ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।
×