ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর দাবি

প্রকাশিত: ০৬:৩৭, ৪ এপ্রিল ২০১৮

তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে আয়কর হারের ব্যবধান ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ডিএসই এই প্রস্তাব দিয়েছে। বর্তমানে রাজস্ব বোর্ড অতালিকাভুক্ত কোম্পানি থেকে ৩৫ শতাংশ ও তালিকাভুক্ত কোম্পানি থেকে ২৫ শতাংশ হারে কর আদায় করে। আর ডিএসইর ৬ প্রস্তাব অনুযায়ী, এই আয়করের পার্থক্য ২০ শতাংশ করা হলে, তালিকাভুক্ত কোম্পানিকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আলোচনায় ডিএসই অন্যান্য প্রস্তাবের মধ্যে ব্রোকারেজ হাউস থেকে উৎসে কর কর্তনের হার পূর্ববর্তী ০.০১৫ শতাংশ করার প্রস্তাব করেছে। এ ছাড়া ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের ব্লকে থাকা ৬০ শতাংশ শেয়ার বিক্রয় বা হস্তান্তরের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ করা, লভ্যাংশ আয়ের ওপর কোম্পানি থেকে অগ্রিম কর আদায়ের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে মওকুফ করা ও লভ্যাংশ আয়ের ওপর করমুক্ত সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব করেছে। এ দিকে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের ক্রম হ্রাসমান হারে আয়কর অব্যাহতির পরিবর্তে শতভাগ করমুক্ত করার প্রস্তাব করেছে ডিএসই। বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া। সিএসইর বাজেট প্রস্তাব ॥ অন্যদিকে পুঁজিবাজার বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের ওপর করমুক্ত সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সিএসই এ প্রস্তাব দেন। আলোচনায় সিএসই অন্যান্য প্রস্তাবের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছে। এ ছাড়া আইপিওর মাধ্যমে ন্যূনতম ২০ শতাংশ শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে পরবর্তী ৩ বছর আয়করের ওপর ৫০ শতাংশ রেয়াত সুবিধা প্রদান, মওকুফকৃত মার্জিন ঋণ ও সুদকে কর আওতার বাহিরে রাখা, সফটওয়্যার মেইনটেনেন্স ফি এর ওপর উৎস কর ৫ শতাংশ করা, এক তালিকাভুক্ত কোম্পানি অন্য তালিকাভুক্ত কোম্পানি থেকে অর্জিত লভ্যাংশের ওপর কর বিলোপ করা এবং ব্রোকারেজ হাউস থেকে উৎসে কর কর্তনের হার পূর্ববর্তী ০.০১৫ শতাংশ করার প্রস্তাব করেছে। এ দিকে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের ক্রমহ্রাসমান হারে আয়কর অব্যাহতির পরিবর্তে শতভাগ করমুক্ত করার প্রস্তাব করেছে সিএসই।
×