ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরেবাংলা নগর থেকে ৭ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৬, ৪ এপ্রিল ২০১৮

শেরেবাংলা নগর থেকে ৭ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব-২ এর হাতে সাত ডাকাত গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র। সোমবার রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ফুটপাত থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। রাতে তারা ফাঁকা বাড়ির গ্রিল কেটে ও তালা ভেঙ্গে ডাকাতি করে। র‌্যাব-২ এর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক এএসপি মোঃ শাহিনুর ইসলাম জানান, অভিযানে মোঃ নাজমুল ইসলাম সজীব (২৫), পিতা-আব্দুস ছাত্তার, সাং-দেউলী, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী। রুবেল (২৮), পিতা-সিরাজ উল্ল্যাহ, সাং-সাইচা, থানা-রায়পুর, জেলা- লহ্মীপুর। মোহাম্মদ রুবেল (৩১), পিতা- আলী নেওয়াজ, সাং-মাইজবাগ সাটিয়ারী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ। নাজমুল হোসেন (২৫), পিতা-জাহিদুল ইসলাম, সাং-খলিশাকুড়া, থানা-গাবতলী, জেলা- বগুড়া। মোঃ সবুজ (২০), পিতা- আবু কালাম, সাং-ব্যাংকের হাট, থানা-লালমোহন, জেলা- ভোলা। মোঃ আনোয়ার (২২), পিতা-মোঃ দুদু মিয়া, সাং-চন্দ্রঘোনা, থানা-নকলা, জেলা-শেরপুর। মোঃ আজিজুল হাকিম (২৯), পিতা-নুরুল হক, সাং-চিলারচর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর। সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি ১৭৮ বাওয়ালী ও ৫৫ নৌকা উদ্ধার কোস্টগার্ডের অভিযান স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক এতবড় অভিযান আর সুন্দরবনে চালায়নি কোন বাহিনী। কোস্টগার্ড সোমবার গহীন সুন্দরবনে বড় ধরনের অভিযান চালিয়েছে। অভিযানে ডাকাতদের হাতে জিম্মি থাকা ১৭৮ জন বাওয়ালী ও ৫৫টি নৌকা উদ্ধার হয়েছে। উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। পরিবারগুলোতে বইছে আনন্দের বন্যা। অভিযানকালে কোস্টগার্ডের সঙ্গে ডাকাতদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। কোস্টগার্ড সুন্দরবনে গহীনে থাকা ডাকাতদের দুইটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে।
×