ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলা মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন

প্রকাশিত: ০৬:৩৬, ৪ এপ্রিল ২০১৮

গ্রেনেড হামলা মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হযেছে আজ বুধবার। আসামি শেখ আবদুস সালামের পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ করেন তার আইনজীবী মাঈনুদ্দিন মিয়া। আজ আসামি রফিকুল ইসলাম সবুজের পক্ষে তিনি নিজেই যুক্তিতর্ক পেশ করবেন বলে জানান। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। সোমবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ৬২তম দিন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ। গত ১ জানুয়ারি মামলার সব আসামিদের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ আইনগত যুক্তিতর্ক পেশ শেষ করেন।
×