ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০৬, ৪ এপ্রিল ২০১৮

ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পূর্ব কাজীপাড়ায় এ্যামব্রয়ডারি কারখানার অগ্নিকা-ে আরও এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হল। এদিকে ধানমণ্ডিতে ইভটিজিংয়ের দায়ে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ায় এ্যামব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আল-আমিন (১৯) নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, আল আমিনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। চারদিন আগের এই অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু হলো। এখনও অগ্নিদগ্ধ মহিউদ্দিন (২০) বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শরীর ৮৩ শতাংশ দগ্ধ হয়েছে। যুবকের কারাদ- ॥ রাজধানীর ধানমণ্ডিতে ইভটিজিংয়ের দায়ে আবুল কালাম (৪০) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টার দিকে ধানমণ্ডি-২৭ মোড়ে রাপা প্লাজার সামনে এক নারীকে ইভটিজিং করায় আবুল কালামকে হাতেনাতে আটক করে জনতা। পরে দোষ স্বীকারের ভিত্তিতে তাকে কারাদণ্ড দেয় আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজির আহমেদ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবাগুলো আনুমানিক মূল্য ১০ লাখ টাকার। ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, সোমবার মধ্যরাতে যাত্রাবাড়ীর শেখদী বটতলা এলাকায় থাকে নাজির নামে ওই মাদক বিক্রেতাকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি জানান, দীর্ঘদিন ধরে নাজির আহমেদ ও তার পলাতক সহযোগীরা মিলে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসত।
×