ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর-দক্ষিণ সিটির নতুন ৩৬ ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা রুলের শুনানি রবিবার

প্রকাশিত: ০৫:৫৭, ৪ এপ্রিল ২০১৮

উত্তর-দক্ষিণ সিটির নতুন ৩৬ ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা রুলের শুনানি রবিবার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর-দক্ষিণ সিটির নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের ওপর নির্বাচন স্থগিত করে জারি করা রুলের ওপর শুনানি আগামী রবিবার। আদালতের আদেশ প্রতিপালন না করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। এদিকে ১৮ মাসের এক শিশুকে তার খালার হেফাজতে দেয়ার ঘটনায় টাঙ্গাইল ক-অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ এপ্রিল তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর-দক্ষিণ সিটির নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের ওপর নির্বাচন স্থগিত করে জারি করা রুলের ওপর শুনানি আগামী রবিবার। রিটকারীদের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন নির্ধারণের এ আদেশ দেয়। আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক। হাইকোর্টের রুল ॥ আদালতের আদেশ প্রতিপালন না করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে করা এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব ড. জুলিয়া মঈন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিক, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুমুর বালাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীমা ইসলাম মৌ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। পরে এক বিজ্ঞপ্তিতে আইনজীবী শামীমা ইসলাম মৌ জানান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অফিস সহায়ক পদে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান শেখ সাদেককে স্থায়ী নিয়োগ না দিয়ে বাহির থেকে একই পদে লোক নিয়োগ দেয়। এ ঘটনায় শেখ সাদেক হাইকোর্টে রিট দায়ের করেন। পরে ২০১৫ সালের ৯ মার্চ হাইকোর্ট সাদেককে স্থায়ীভাবে নিয়োগের নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালে সরকারের লিভ টু আপীল এবং গতবছর রিভিউ আবেদন খারিজ করে দেন আপীল বিভাগ। এরপরও শেখ সাদেককে নিয়োগ দেয়া না হলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। ওই মামলার শুনানি নিয়ে আদালত পাঁচ জনের বিরুদ্ধে রুল জারি করেন। ম্যাজিস্ট্রেটকে তলব ॥ ১৮ মাসের এক শিশুকে তার খালার হেফাজতে দেয়ার ঘটনায় টাঙ্গাইল ক-অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ এপ্রিল তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে খালার হেফাজতে থাকা শিশু অংশুমান, তার খালা শোভা রানী গুহ ও স্বামী বিপ্লব গুহকে আদালতে হাজির করতে ঘাটাইল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। শিশুটির মা জেবা রানীদের করা এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
×