ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৬, ৪ এপ্রিল ২০১৮

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসেই যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। চলতি মাসের ১৬-২০ এপ্রিল যুক্তরাজ্যে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে আগামী ২৬-২৮ এপ্রিল অস্ট্রেলিয়ায় বিশ্ব নারী সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সূত্র জানায়, আগামী ১৬-২০ এপ্রিল লন্ডনে কমনওয়েলথ হেড অব গবর্নমেন্ট মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন হবে ১৯-২০ এপ্রিল। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ করছেন। সেখানে ওই সম্মেলনের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর একটি বৈঠকের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছে উভয় দেশ। বাংলাদেশ ও ভারতের আগামী জাতীয় নির্বাচন আসন্ন। সে কারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে উভয় দেশই পরস্পরের আরও বেশি আস্থা অর্জন করাটাকে এখন অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া লন্ডনের বৈঠকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করবেন দু’দেশের প্রধানমন্ত্রী। এই বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে যেসব দ্বিপাক্ষিক সহযোগিতা চলছে তার পাশাপাশি নতুন কোন ক্ষেত্রে সমন্বয় বাড়ানো যায় কিনা, তা নিয়ে কথা বলবেন দুই শীর্ষ নেতা। এছাড়া জঙ্গীবাদ এবং সন্ত্রাসের মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করে উভয় পক্ষ। শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিষয়টিও ওঠে আসতে পারে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা রয়েছে। নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানাতেও পারেন প্রধানমন্ত্রী। তবে লন্ডনে দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠকের আগেই আগামী ৮ এপ্রিল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেসব গোখলে। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরকালে লন্ডনে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতির বিষয়েও আলোচনা করা হবে। এদিকে যুক্তরাজ্য থেকে ফেরার পরে ‘গ্লোবাল সামিট অব উইমেন’ শীর্ষক সভায় অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬-২৮ এপ্রিল এই সামিটটি হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে এরই মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া সফর ঘিরে বিভিন্ন কাজ করছে। সূত্র জানায়, উইমেন সামিটে অংশ নেয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এদিকে প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি শুরু করেছে। অস্ট্রেলিয়া সফর সামনে রেখে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে ইতোমধ্যেই একটি চিঠি পাঠানো হয়েছে। পরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত) এস এম মাহবুবুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের লিখিত ইনপুট পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
×