ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিপি রথীশের সন্ধানে ডোবা সেচে তল্লাশি, উত্তাল রংপুর

প্রকাশিত: ০৫:৫৩, ৪ এপ্রিল ২০১৮

পিপি রথীশের সন্ধানে ডোবা সেচে তল্লাশি, উত্তাল রংপুর

গাফফার খান চৌধুরী/আব্দুর রউফ সরকার ॥ পাঁচ দিনেও হদিস মেলেনি পিপি (পাবলিক প্রসিকিউটর) রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনার। নিখোঁজ আইনজীবীর সন্ধানে তারই বাড়ির পাশের একটি ডোবা সেচে সেখানে তল্লাশি চালান হচ্ছে। ডোবা সেচের ঘটনায় বাবু সোনার পরিবার ও মানুষের মধ্যে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজ আইনজীবী রংপুরে জঙ্গীদের হাতে খুন হওয়া জাপানি নাগরিক হোশি কুনিও, মাজারে খাদেম হত্যা মামলার প্রধান সরকারী আইনজীবী ছিলেন। এ ছাড়া তিনি যুদ্ধাপরাধ মামলার আসামিদের সঙ্গে জড়িত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মামলার সাক্ষী। তদন্তকারী সংস্থাগুলো বলছে, পৈত্রিক সম্পত্তি বিক্রির নগদ ৪০ লাখ টাকা বা জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় দায়েরকৃত মামলা বা আগের মামলার সূত্রধরে জঙ্গী বা জামায়াত-শিবির বা সর্বহারাদের সঙ্গে বিরোধের সূত্রধরে বাবু সোনা নিখোঁজের ঘটনা ঘটতে পারে। মঙ্গলবারও উত্তাল ছিল রংপুর। পরিবারের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাবু সোনার হদিস জানতে মাঠে নেমেছে পুলিশ, র‌্যাব, অন্যান্য গোয়েন্দা সংস্থা ও পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। বাবু সোনা নিখোঁজের ঘটনায় তদন্ত করতে দুইটি ডিভিও ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তার পর্যালোচনা চলছে। স্বল্প সময়ের মধ্যেই বাবু সোনা নিখোঁজের রহস্য উদ্ঘাটিত হবে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। মঙ্গলবার বিকেলে রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনার সন্ধানে তারই বাড়ির কাছের একটি ডোবায় তল্লাশি শুরু হয়। বাড়ির লোকজন ছাড়াও পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালান হয়। তবে মঙ্গলবার রাত আটটা নাগাদ বাবু সোনার কোন হদিস মেলেনি। এমনকী ডোবা থেকেও কোন আলামত কোন কিছু উদ্ধার হয়নি। রংপুরের কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, সন্দেহজনক তথ্যের ভিত্তিতে ডোবায় তল্লাশি চালান হয়। বাড়ির পেছনে টয়লেটের ট্যাঙ্কি ও আশপাশে থাকা সন্দেজনক সব জায়গায় তল্লাশি চালান হয়েছে। গোয়ালের পাশে একটি গর্তে গোবরসহ বিভিন্ন ময়লা-আবর্জনা থাকায় সেখানে তল্লাশি চালান যায়নি। মেশিন দিয়ে ডোবাটি সেচ দেয়া যায়নি। এ জন্য বালতি দিয়ে পানি-ময়লা সরিয়ে খোঁজ করা হচ্ছে। গর্তটি আট থেকে দশ ফুট গভীর বলে ধারণা করা হচ্ছে। বাড়ির পাশের ডোবায় নিখোঁজ আইনজীবীর সন্ধান করায় পরিবারে ও মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনকণ্ঠকে বলেন, বছরখানেক আগে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিধায় বাবু সোনার বাড়ির পাশে সরকারীভাবে দুইটি মুভি ক্যামেরা লাগান হয়। ক্যামেরা দুইটি সর্বক্ষণ সচল রয়েছে। সেই ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তার পর্যালোচনা চলছে। নিখোঁজের বিষয়ে বাবু সোনার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই বাবু সোনা নিখোঁজের রহস্য উদ্ঘাটিত হবে। গ্রেফতারকৃত নয়জনের বিষয়ে তিনি বলেন, রংপুরের ডিমলায় একটি দেবোত্তর সম্পত্তি নিয়ে একটি মামলা হয়েছিল। বাবু নিখোঁজের সঙ্গে সেই মামলার আসামিদের কোন যোগসূত্র আছে কী না এ জন্য নয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের কাছ থেকে বাবু সোনা নিখোঁজের বিষয়ে উল্লেখযোগ্য কোন তথ্য মেলেনি। চেষ্টা অব্যাহত আছে। বাবু নিখোঁজের সঙ্গে ব্যক্তিগত জমি বিক্রির ৪০ লাখ টাকা, জঙ্গীদের হাতে মাজারের খাদেম ও জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আইনজীবী হওয়ার কারণ ছাড়াও যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী হওয়ার কোন যোগসূত্র আছে কী না তাও গুরুত্ব দেয়া হচ্ছে তদন্তে। এ্যাডভোকেট বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিক জানান, সকালে বের হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন বলে তাকে যান। এমন কথা বলার পর পায়জামা-পাঞ্জাবী পরিহিত এক ব্যক্তির সঙ্গে একটি লাল মোটরসাইকেলে করে তিনি বেরিয়ে যান। পুলিশ সদর দফতরের ইন্টেলিজেন্স এ্যান্ড স্পেশাল এ্যাফেয়ার্স বিভাগের উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, বাবু সোনার নিখোঁজ হওয়ার ঘটনাটি বেশ রহস্যজনক। তিনি আলোচিত আইনজীবী। আবার যুদ্ধাপরাধ মামলার আসামি এটিএম আজাহারুল ইসলামের মামলার সাক্ষী তিনি। এ জন্য সার্বিক দিক পর্যালোচনা করেই বিষয়টির তদন্ত চলছে। সেইসঙ্গে তাকে উদ্ধারে নানামুখী তৎপরতা অব্যাহত আছে। জঙ্গী বা সন্ত্রাসীরা বা জামায়াত-শিবির চক্র কৌশলে প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করেছে কী না তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পিবিআইয়ের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইডি সাইদুর রহমান জনকণ্ঠকে বলেন, বাবু সোনা নিখোঁজের ঘটনাটি রহস্যজনক। আইনজীবীর সন্ধান করতে নানামুখী তৎপরতা অব্যাহত আছে। অনেক তথ্য পাওয়া যাচ্ছে। সেসব তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে। এ দিকে বাবু সোনাকে উদ্ধার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রংপুর আইনজীবী সমিতি। মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন শেষে এমন আল্টিমেটাম দেয়া হয়। অন্যদিকে, রংপুর প্রেসক্লাবের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে সকালে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণঅনশন কর্মসূচী পালিত হয়। এ ছাড়া নিখোঁজ আইনজীবীর সন্ধানের দাবিতে বাবু সোনার নিজ এলাকা মাহিগঞ্জে এবং বদরগঞ্জের বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
×