ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার জনগণের কাছে কর সেবা পৌঁছে দিয়েছে ॥ মান্নান

প্রকাশিত: ০৭:২৫, ৩ এপ্রিল ২০১৮

সরকার জনগণের কাছে কর সেবা পৌঁছে দিয়েছে ॥ মান্নান

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার জনগণের কাছে কর সেবা পৌঁছে দিয়েছে। করবান্ধব নীতির ফলে জনগণ কর সেবা পাচ্ছেন। সরকারও রাজস্ব আহরণ করতে পারছে। এতে কর কর্মচারীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন । সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম আকাশ আয়কর বিভাগের কর্মচারীদের পক্ষে কিছু দাবি উপস্থাপন করে বলেন, কর কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে এই সংগঠন গুরুত্বের সঙ্গে কাজ করছে। দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ভুঁইয়া, কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, কর কমিশনার লুৎফুল আজিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। অনুষ্ঠানে নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল দর্জিসহ সকল নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কমিশনার লুৎফুল আজিম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
×