ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর বৈঠক

প্রকাশিত: ০৭:২৫, ৩ এপ্রিল ২০১৮

মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার মস্কোয় এই বৈঠকে মিলিত হন তারা। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারে দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে সেদেশের একজন মন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন। মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াট আয়ে ১১ এপ্রিল রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা ও সম্ভাবনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। রাখাইনে তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ। প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য আট হাজার ৩২ জনের একটি তালিকাও দেয়া হয়েছিল মিয়ানমারকে। ওই তালিকা যাচাই-বাছাই করে ৩৭৪ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, যে কোন সময় তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত তারা।
×