ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিটিভিতে আগামীকাল ‘কালান্তর’

প্রকাশিত: ০৬:৪৭, ৩ এপ্রিল ২০১৮

বিটিভিতে আগামীকাল ‘কালান্তর’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মাণ করা হয়েছে তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘কালান্তর’। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সাংবাদিক শরীফ তালুকদার। ‘কালান্তর’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন রোমানা ইসলাম ও সাজিয়া সুলতানা পুতুল। নৃত্য পরিবেশন করেছেন সোহেল রহমান ও জেসমিন মৌসুমী। আলোচনা পর্বে অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। অনুষ্ঠানটি আগামীকাল ৪ এপ্রিল বুধবার বিকেল ৩-৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এ প্রসঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপক শরীফ তালুকদার বলেন বিটিভির শ্রোতা দর্শকদের বিশেষ আনন্দ দিতে আমার এই অনুষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে আমি বলব বিনোদনের পাশাপাশি ‘কালান্তর’ অনুষ্ঠানে অনেক দরকারি তথ্য জানতে পারবেন দর্শক-শ্রোতারা।
×