ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুম্বাই ইন্ডিয়ান্সে নাফীস ইকবাল

প্রকাশিত: ০৬:৪৩, ৩ এপ্রিল ২০১৮

মুম্বাই ইন্ডিয়ান্সে নাফীস ইকবাল

স্পোর্টস রিপোর্টার ॥ গত আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ আসরে শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। কোচ হিসেবে যাত্রা শুরু করে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ম্যাজিকই দেখিয়ে দিয়েছেন দলকে চ্যাম্পিয়ন করে। ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৬-তে মুম্বাইয়ের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাদের শিরোপা জয়ের ক্ষেত্রে অন্যতম রূপকার ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। শিরোপা আবার কেড়ে নেয়ার পাশাপাশি এবার হায়দরাবাদ থেকে মুস্তাফিজকেও ছিনিয়ে নিয়েছে মুম্বাই। বাংলাদেশের এ পেস বিস্ময়কে নিয়ে দারুণ অনুপ্রাণিত ফ্র্যাঞ্চাইজিটি। এ কারণে মুস্তাফিজের সার্বিক দেখভাল করার জন্য কোচ জয়াবর্ধনে বাংলাদেশ থেকে উড়িয়ে এনেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফীস ইকবালকে। সোমবার সকালেই ভারতে গেছেন নাফীস। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার। সানরাইজার্সে ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে যোগ দেন ‘কাটার মাস্টার’ খ্যাতি পাওয়া মুস্তাফিজ। এ তরুণ একের পর এক তার বোলিং প্রতিভায় ঘায়েল করে গেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। তার অসাধারণ বোলিংয়ের বিরুদ্ধে রান করতে হিমশিম খেয়েছে বিশ্বের সেরা তারকারা। যখন মুস্তাফিজ তার বোলিং দিয়ে সবাইকে মাত করেছেন, সে সময়ে সবচেয়ে বড় সমস্যাটা ছিল ভাব বিনিময়ের। ইংরেজি কিংবা হিন্দী উভয় ভাষাতে দুর্বলতা বড় বাধা হয়েছিল সতীর্থ এবং ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে। কিন্তু এবার মুম্বাই সেই ঘাটতি রাখতে নারাজ। তাই কোচ জয়াবর্ধনের পরামর্শেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার নাফীসকে মুম্বাইয়ের তাঁবুতে ডেকে নিয়েছেন তিনি। অন্তত পারস্পরিক আলোচনা, পরামর্শ যাতে ঠিকভাবে বুঝতে সক্ষম হন মুস্তাফিজ সেজন্যই নাফীসকে মুম্বাইয়ে ডেকে নেয়া। উল্লেখ্য, গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইটান্সের কোচ হিসেবেই দায়িত্ব পালন করেন জয়াবর্ধনে। আর সেই ফ্র্যাঞ্চাইজিটির গত দুই বছর ধরে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন নাফীস। এবার তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে মুস্তাফিজের দেখভাল করবেন এবং প্রয়োজনীয় পরামর্শগুলো বুঝিয়ে দেবেন। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘আইপিএলের পরিবেশটাও দেখবে নাফীস। তারা কিভাবে এই টুর্নামেন্টটা চালিয়ে যাচ্ছে। একটি ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম কিভাবে পরিচালিত হয় পর্যবেক্ষণ করবেন।
×