ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় লীগে সাবিনা ঝলক চলছেই

প্রকাশিত: ০৬:৪২, ৩ এপ্রিল ২০১৮

ভারতীয় লীগে সাবিনা ঝলক চলছেই

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওমেন্স লীগে সাবিনা-ঝলক চলছেই। প্রতিপক্ষের জালে বল পাঠানোটা একরকম অভ্যাসই বানিয়ে ফেলেছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের এই অধিনায়ক ও কৃতী ফরোয়ার্ড। সোমবার শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে সাবিনা-কৃষ্ণাদের দল সেথু এফসি ২-০ গোলের জয় কুড়িয়ে নিয়েছে। তারা হারায় উড়িষ্যার রাইজিং স্টুডেন্ট ক্লাবকে। ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়াধে খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই (৪৭ মিনিটে) কাউন্টার এ্যাটাক করে সেথু এফসি। সতীর্থর কাছ থেকে থ্রু পাস পেয়ে ডান দিক দিয়ে পোস্টে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের মাঝ দিয়ে বাঁ পায়ের তীব্র শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডান প্রান্তের ক্রসে স্থানীয় ফরোয়ার্ড মনীষা বাঁ পায়ের জোরালো শটে গোল করে সেথুর জয় নিশ্চিত করেন। এ নিয়ে সেথু তিন ম্যাচের দুটিতে জিতল। আর সাবিনা টানা দুই ম্যাচে গোল করে দলের অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করলেন। এ ম্যাচে সাবিনা পুরো নব্বই মিনিটই খেলেন। সেথুর পরের ম্যাচ বুধবার। প্রতিপক্ষ মহারাষ্ট্রের দল ইন্ডিয়া রাশ সকার ক্লাব।
×