ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুশীলনে ফিরেছেন নিউয়ের

প্রকাশিত: ০৬:৩৯, ৩ এপ্রিল ২০১৮

অনুশীলনে ফিরেছেন নিউয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে অনুশীলনে ফিরেছেন বেয়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ের। পায়ের ইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস মাঠের বাইরে ছিটকে পড়ার পর মঙ্গলবার বেয়ার্ন মিউনিখে অনুশীলন করেছেন তিনি। জার্মানির তারকা গোলরক্ষক কাম অধিনায়কের এদিন ছিল ৩২তম জন্মদিন। আর ফেরার জন্য এদিনটিকেই বেছে নিলেন ম্যানুয়েল নিউয়ের। তার ফেরায় দারুণ খুশি জার্মান বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বেয়ার্ন। জন্মদিনে নিউয়েরকে শুভ কামনা জানানোর পাশাপাশি অফিসিয়াল টুইটারে তার সুস্থ হয়ে ফেরার পথে আরও একধাপ এগিয়েছে বলেও জানায় ক্লাবটি। সেখানে তারা লিখেছে, ‘আরও এগিয়ে যাও মানু (ম্যানুয়েল)। সুস্থ হওয়ার পথে নিঃসন্দেহে এটা আরেকটি ধাপ।’ গত বছরের সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন ম্যানুয়েল নিউয়ের। এরপর থেকেই মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আবারও অনুশীলনে ফেরায় শুধু বেয়ার্ন মিউনিখের নয় স্বস্তি ফিরেছে জার্মান শিবিরেও। কেননা, আগামী জুনেই যে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বপ্নের বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপেও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। রাশিয়ার মস্কোতে ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে জোয়াকিম লোর শিষ্যরা। যদিওবা বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে হেরেছে জার্মানি।
×