ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন হয়রানির কারণে স্কুলে তালা

প্রকাশিত: ০৬:২৬, ৩ এপ্রিল ২০১৮

যৌন হয়রানির কারণে স্কুলে তালা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ে তালা লাগিয়ে ক্লাস বর্জন করেছে ছাত্রছাত্রীরা। সোমবার বেলা ১০টায় বহরবুনিয়া ইউনিয়নের তোরাব মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত শরীরচর্চা বিষয়ক শিক্ষক আলামীন হাওলাদারকে পাঠদান থেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন প্রধান শিক্ষক। উপজেলা নির্বাহী কর্মকর্তাও বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ ওই শিক্ষককে ডেকে পাঠিয়েছেন। জানা গেছে, বিদ্যালয়ের ৯ম শ্রেণীর তিন ছাত্রীকে দীর্ঘদিন ধরে পৃথকভাবে যৌন হয়রানি করে আসছেন শরীরচর্চা শিক্ষক ঘষিয়াখালী গ্রামের আলামীন হাওলাদার। নিজ বাড়ির সামনে কোচিং সেন্টারে ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়ানোর সুযোগে তিনি বিভিন্ন সময় তাদরকে যৌন হয়রানি করেন। ভাবিকে নিয়ে দেবর উধাও সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২ এপ্রিল ॥ অনৈতিক সম্পর্কে জড়িয়ে দেবর ভাবিকে নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে। উধাওয়ের পূর্বে তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্বামী কামাল উদ্দিন। প্রাণনাশের হুমকির বিষয়ে তানিয়া আক্তার বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করেছেন। এই ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি উপজেলার জাহাঙ্গিরপুর ইউনিয়নে বাতুয়াদি গ্রামের। তানিয়া আক্তার একই উপজেলার মৃত আবুল কালাম ফকিরের কন্যা। জানা যায় কামাল উদ্দিনের সঙ্গে তানিয়া আক্তারের বিয়ে হয় ৮মাস আগে। বিয়ের পর থেকে তানিয়ার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন।
×