ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষা

টঙ্গীতে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্নপত্র বিলি

প্রকাশিত: ০৬:২৫, ৩ এপ্রিল ২০১৮

টঙ্গীতে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্নপত্র বিলি

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২ এপ্রিল ॥সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে টঙ্গী পাইলট স্কুল এ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র বিতরণকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর পরীক্ষা শেষ করা হয়েছে। এক ঘণ্টা পর কেন পরীক্ষা শেষ করতে হলো এ বিষয়ে কোন কর্তৃপক্ষই কথা বলছে না। ঘটনার বিস্তারিত বিবরণ জানতে স্থানীয় সাংবাদিকরা কেন্দ্রসহ বিভিন্ন স্থানে তথ্য জানতে ছুটে গেলেও একে অপরকে দেখিয়ে দিচ্ছে ঘটনার আসল তথ্য জানতে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে পরীক্ষা শেষ হওয়ার ঘটনায় পুরো টঙ্গীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেলা ২টার দিকে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জনকণ্ঠকে জানান, সোমবার ছিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা। এ দিন কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের মধ্যে ভুলবশত বিতরণ করেন বাংলা দ্বিতীয়পত্রের সৃজনশীল প্রশ্নপত্র। এ প্রশ্নপত্র হাতে পেয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা পরিদর্শকদের বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক সকল পরীক্ষার্থীদের কাছ থেকে বাংলা দ্বিতীয়পত্রের ওই প্রশ্নপত্রগুলো ফেরত নিয়ে নেয়া হয়। কুড়িগ্রামে বিক্ষোভ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, চিলমারীতে এইচএসসি পরীক্ষা হলে অতিরিক্ত উত্তরপত্র চাওয়াকে কেন্দ্র করে নারী পরীক্ষার্থীদেরকে আপত্তিকর কটূক্তি করায় শিক্ষক-অভিভাবক মহলে তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে অধ্যক্ষের কক্ষে বিক্ষোভ করে অভিভাবকসহ পরীক্ষার্থীরা। জানা যায়, সোমবার দুপুরে চিলমারী ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলা পরীক্ষা চলাকালীন দুজন শিক্ষক নারী শিক্ষার্থীদের উত্তরপত্র না দিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ না করে বিয়ে করার জন্য আপত্তিজনক মন্তব্য করেন।
×