ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলেদের জালে, ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

প্রকাশিত: ০৬:২৪, ৩ এপ্রিল ২০১৮

জেলেদের জালে, ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পরা বিশাল আকৃতির শাপলা পাতা মাছ নগরীর পোর্ট রোডস্থ বেসরকারী মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসার পর রবিবার রাতে মাছটি কেটে ভাগা দিয়ে বিক্রি করা হয়েছে। মাসুম বেপারী নামের মাছ ব্যবসায়ী জানান, ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে গত শুক্রবার রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এরপর শনিবার মাছটি বরিশাল পোর্ট রোডস্থ মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে সাত মণ ওজনের এই মাছটি রনি ফিস নামের মৎস্য আড়তের মালিক ক্রয় করে। সেখান থেকে তিনি (মাসুম বেপারী) রবিবার মাছটি ক্রয় করে পাঁচশ’ টাকা করে ভাগা দিয়ে বিক্রি করেছেন। মৎস্য অবতরণ কেন্দ্রের একাধিক ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, শাপলা পাতা মাছটি কাটার আগে উৎসুক জনতা খবর পেয়ে একনজর দেখার জন্য পোর্ট রোডের মাছের পাইকারি বাজারে ভিড় করেন। এর আগে বিশাল আকারের এই মাছটি ভ্যান গাড়ি করে রং-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়।
×