ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপরাধীদের রুখতে সামাজিক আন্দোলনের আহ্বান

প্রকাশিত: ০৬:২৪, ৩ এপ্রিল ২০১৮

অপরাধীদের রুখতে সামাজিক আন্দোলনের আহ্বান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অন্যায়কারী এবং অপরাধীদের রুখতে পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, মানুষ অপরাধে জড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করলে বেপরোয়া হয়ে ওঠে। এ ধরনের ব্যক্তিরা অপরাধ করতে দ্বিধাবোধ করে না। ভয়ঙ্কর কোন ব্যক্তি পরিবারে থাকলে ঐ পরিবার এবং সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই অন্যায় এবং অপরাধে জড়িতদের উৎসাহিত না করে সামাজিকভাবে রুখতে হবে। সোমবার বিকেলে নগরীর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের দীন মোহাম্মদ কনভেনশন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র কথাগুলো বলেন। ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে এবং কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাউন্সিলর ও চসিক আইনশৃঙ্খলাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এইচএম সোহেল, চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর এ্যাসিস্টেন্ট ডিরেক্টর কামাল উদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ, মনির আহমদ, মহল্লা সর্দার মীর সেকান্দর মিয়া, সামসুদ্দিন আহমদ, ইদ্রিস কাজেমী প্রমুখ।
×