ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় অধ্যক্ষ নিহত

প্রকাশিত: ০৬:২৩, ৩ এপ্রিল ২০১৮

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় অধ্যক্ষ নিহত

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২ এপ্রিল ॥ মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষসহ দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুর ১টায় মহাসড়কের মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকার মীরসরাই থেকে চট্টগ্রামমুখী সেইফ লাইন গাড়িকে ট্রাক ধাক্কা দিলে রাস্তার পাশে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অন্তত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু অবস্থায় মাতৃকা হাসপাতালে নিয়ে এলে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এ দিকে পৃথক দুর্ঘটনায় মীরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় চট্টগ্রামমুখী একটি পিকআপ পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও ২ জন আহত হয়। পুলিশ জানায়, রবিবার রাত ১২ দুর্ঘটনাকবলিত উক্ত গাড়িটি পোল্ট্রিবাহী একটি পিকআপ ভ্যান। নিহত ব্যক্তি সেলিমের বাড়ি নোয়াখালীর ধর্মপুর গ্রামে। দিনাজপুরে মহিলা চিকিৎসক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক মহিলা হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টায় দিনাজপুর-বিরামপুর মহাসড়কের বিরামপুর উপজেলার কাটাপুকুর মোড়ে ট্রাকের চাপায় মহিলা হোমিও চিকিৎসক সাহেরা খাতুন ঘটনাস্থলে নিহত হন। তিনি একই উপজেলার জৎজয় রামপুর গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। বাগেরহাটে শিক্ষার্থী স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোল্লারহাটে মোটরসাইকেলের ধাক্কায় রায়হান মোল্লা (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মেঝেরগাওলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মোল্লাহাট উপজেলার মেঝেরগাওলা গ্রামের সামছুল হক মোল্লার ছেলে এবং গাওলা সামছুল উলূম মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী। সীতাকুণ্ডে চালক নিজস্ব সংবাদদাতা সীতাকুণ্ড থেকে জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মিয়াজ হোসেন (২৪) নামে এক চালক নিহত হয়েছে। সোমবার ভোর ৬টার উপজেলার পাক্কা রাস্তায় মাথায় বিএসআরএম গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গাড়িচালক ভোলা জেলার বোরহানুদ্দীন থানার বরমানিকা গ্রামের সেলিমের পুত্র।
×