ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় নবজাতককে আছড়িয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২২, ৩ এপ্রিল ২০১৮

গাইবান্ধায় নবজাতককে আছড়িয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ২ এপ্রিল, গাইবান্ধা ॥ ছেলে সন্তান জন্মের পর আযান না দেয়ার কারণে রবিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীর মা ক্লিনিক এ্যান্ড নার্সিং হোম নামের ক্লিনিকে এক ঘণ্টা বয়সী নবজাতককে মেঝেতে আছড়িয়ে হত্যা করেছে পাষ- পিতা। এ ঘটনায় উপস্থিত লোকজন পিতা সাজু মিয়া (৩১) কে আটক করে পুলিশে সোপর্দ করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তুলট গ্রামের শাহা মিয়ার ডিগ্রী পাস মেয়ে শাহনাজ বেগমের (৩৫) সঙ্গে গত তিন বছর আগে একই উপজেলার শাখাহার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সুলতান সরকারের ছেলে হাফেজ সাজু মিয়ার বিয়ে হয়। সে রং মিস্ত্রির কাজ করে। রবিবার বিকেলে সাজুর পরিবার অসুস্থ শাহনাজ বেগমকে ওই ক্লিনিকে ভর্তি করে। রাতে শাহনাজ এক পুত্র সন্তানের জন্ম দেয়। পরে খবর পেয়ে স্বামী সাজু মিয়া ওই ক্লিনিকে স্ত্রী-সন্তানকে দেখতে আসে। সে সন্তানকে কোলে নিয়ে জানতে চায় সন্তান জন্মের পর আযান দেয়া হয়েছে কিনা? এ সময় পরিবারের লোকজন নিশ্চুপ থাকলে সাজু মিয়া ক্ষিপ্ত হয়ে নবজাতক শিশুকে ক্লিনিকের মেঝেতে আছাড় দেয়। এতে শিশুটির মৃত্যু হয়। গাজীপুরে প্রতিবন্ধী কিশোর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, এক প্রতিবন্ধী কিশোরকে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম- রাসেল (১৬)। সে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের এলাকার কফিল উদ্দিনের ছেলে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের শহীদ নেয়ামত সড়কে মারিয়ালি কলাবাগান এলাকায় চাচা ইদ্রিস আলীর রিক্সার গ্যারেজে প্রায় তিন বছর ধরে রাতে পাহাড়া দিত এবং ব্যাটারিচালিত অটোরিক্সায় চার্জ দেয়ার টাকা আদায়ের কাজ করত রাসেল। সে শারীরিক প্রতিবন্ধী ছিল। রবিবার রাতে দুর্বৃত্তরা গ্যারেজের পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ব্যাটারিচালিত অটোরিক্সা চুরির চেষ্টা করে। রাসেল ঘটনাটি টের পেলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে এবং লোহা জাতীয় কোন বস্তু দিয়ে মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পঞ্চগড়ে কলেজ ছাত্র স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, পঞ্চগড়ের গড়িনাবাড়ি ইউনিয়নের কালিখাপুর এলাকায় পৈত্রিক ভিটা নিয়ে দ্বন্দ্বের জেরে ইউনুস আলী (১৭) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হাসিবুল ইসলাম ও জবিরুল ইসলাম নামের দুই আসামিকে আটক করেছে। প্রতিবেশীর পিটুনিতে আহত ওই কলেজ ছাত্র রবিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত কলেজ ছাত্র জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের কালিখাপুর গ্রামের সফিজুল ইসলামের ছেলে। সে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করত। স্থানীয়রা জানায়, গড়িনাবাড়ি ইউনিয়নের কালিখাপাড়া এলাকার সফিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী হাসিবুলের বাড়ি ভিটার ৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত শনিবার দুপুরে বিরোধীয় জমিতে হাসিবুলদের তোলা একটি রান্না ঘর প্রশস্ত করা নিয়ে আবার বিরোধ শুরু হয়। তর্কের এক পর্যায়ে হাসিবুল ২০-২৫ জন লোক নিয়ে সফিজুলের বাড়িতে হামলা করে। এ সময় সফিজুলের কলেজ পড়ুয়া ছেলে ইউনুস আলী তাদের বাধা দিতে গেলে তাকে লাঠি সোঠা দিয়ে তাকে বেধম মারধর করে হাসিবুলের লোকজন। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রবিবার রাতে ওই কলেজ ছাত্র মারা যায়। ফরিদপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, যৌতুকের দাবিতে শারমিন আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ভূয়াকান্দি গ্রামে। শারমিন ভূয়াকান্দি গ্রামের কৃষক নাসিরের স্ত্রী। তিনি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার মানিক প্রামাণিকের মেয়ে। তার বাবা মানিক দীর্ঘদিন ধরে নিখোঁজ। শারমিনের মা জানু বেগম বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালান। শহরের কমলাপুর মহল্লার হামিদ মিয়ার সড়কে রফিউদ্দিন মিয়ার বাড়ির পাশ একটি ছাপড়া ঘরে বসবাস করে এ পরিবারটি।জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে শারমিনের সঙ্গে নাসিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শারমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় শ্বশুর বাড়িতে। অত্যাচার সহ্য করতে না পেরে এক মাস আগে শারমিন বাবার বাড়িতে চলে আসেন। পরে দুই পরিবার আলাপ আলোচনা করার পর শারমিন আবার স্বামীর বাড়িতে ফিরে যায়।শারমিনের চাচা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিয়ন আব্দুস সামাদ সর্দার বলেন, সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে শারমিনকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির কয়েকজন মৃত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক মোঃ আসাদুজ্জামান শারমিনকে মৃত বলে ঘোষণা করেন। শ্বশুরবাড়ির লোকজন শারমিন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন দাবি করে এক পর্যায়ে হাসপাতালে শারমিনের লাশ ফেলে রেখে পালিয়ে যান। ফেনীতে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানান, সোনাগাজী থানার চরইন্জিমান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মজিবুল হক ডিলারের বাড়িতে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আবদুল মন্নান (৬০) নিহত হয়েছে। কুমিল্লায় যুবক নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাউসার হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার মধ্যরাতে নগরীর শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে। সে জেলার মুরাদনগর উপজেলার আব্দুল খালেকের ছেলে। সোমবার দুপুরে নিহতের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। চট্টগ্রামে নালায় নারীর লাশ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় নালার ভেতরে পাওয়া যায় এক মহিলার মরদেহ। সোমবার সকালে শিশুরা খেলার সময় দেহটির সন্ধান পায়। জানা যায়, নালায় পড়ে যাওয়া ক্রিকেট বল কুড়িয়ে আনতে গিয়ে শিশুরা দেখতে পায় মানুষের পা। এরপর তাদের চিৎকারে ছুটে আসে আশপাশের মানুষ। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং পুলিশ সদস্যরা। ঘটনা জানাজানি হলে শত শত মানুষের ভিড় জমে যায়। এরপর নালার ময়লা আবর্জনা সরালে বেরিয়ে আসে ২৮-২৯ বছর বয়সী এক নারীর মরদেহ।
×