ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাণিজ্যিক উন্নয়নে বগুড়ায় চেম্বার পরিচালকদের সঙ্গে সোনালী ব্যাংকের মতবিনিময়

প্রকাশিত: ০৬:২১, ৩ এপ্রিল ২০১৮

বাণিজ্যিক উন্নয়নে বগুড়ায় চেম্বার পরিচালকদের সঙ্গে সোনালী ব্যাংকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া অঞ্চলের ব্যবসা বাণিজ্যের উন্নয়নকে আরও গতিশীল করে এগিয়ে নেয়ার লক্ষ্যে বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে রবিবার সন্ধ্যায়। সোনালী ব্যাংক (এসবিএল) বগুড়া প্রিন্সিপাল অফিসের আয়োজনে ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বারের সভাপতি মাছুদুর রহমান মিলন। উল্লেখ্য প্রায় ৩৫ বছর পর এ ধরনের মতবিনিময় সভা হলো। সভার শুরুতে সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুরজিৎ কুমার সাহা বগুড়ার অর্থনৈতিক কর্মকা-ে সোনালী ব্যাংকের ভূমিকা তুলে ধরে বলেন, বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সঙ্গে উন্নয়নের অগ্রযাত্রা বেড়ে যাবে। এ ছাড়াও উত্তরাঞ্চলের মধ্য নগরী বগুড়ায় দিন দিন ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। চেম্বারের সভাপতি মাছুদুর রহমান মিলন ব্যাংকের প্রযুক্তিকে আরও ডেভলপ করার পরামর্শ দিয়ে শিল্প কারখানায় এক্সপার্টদের অন্তর্ভুক্তিতে সহযোগিতার আহ্বান জানান। একইসঙ্গে ঋণ বিতরণে যত্নবান হওয়ার আহ্বান জানান।
×