ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় সোলার প্রজেক্ট তৈরি হচ্ছে সৌদি আরবে

প্রকাশিত: ০৬:২০, ৩ এপ্রিল ২০১৮

সবচেয়ে বড় সোলার প্রজেক্ট তৈরি হচ্ছে সৌদি আরবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সৌদি আরব ও জাপানের সফটব্যাংক যৌথভাবে তৈরি করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সোলার প্রজেক্ট। এই প্রজেক্ট বাস্তবায়ন করতে খরচ হবে ২০০ বিলিয়ন ডলার। নতুন প্রিন্স ক্ষমতায় আসার পর সাম্প্রতিক সময়ে বড় আকারে প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে সৌদি আরব। খনিজ তেলের ওপর চাপ কমিয়ে বিকল্প শক্তির ওপর নির্ভরতা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। সৌদি আরবে সূর্যের তাপমাত্রা অন্য অনেক দেশের চেয়ে বেশি। তাই বিশ্বের বেশিরভাগ দেশের মতো এবার মরুভূমির দেশ সৌদি আরবও সৌরশক্তির ওপর নির্ভর করতে যাচ্ছে। দেশটিতে সৌর শক্তিকে কাজে লাগিয়ে কয়েক বছরের মধ্যেই সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি সৃষ্টি করার কাজ চলছে। বেশ কয়েক বছর ধরেই নবায়নযোগ্য শক্তির বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে সৌদি আরব। তবে সে চেষ্টা ছিল ধীর গতির। ২০১৩ সালের দিকে দেশটি মাত্র ২৫ মেগাওয়াট সৌর শক্তি উৎপাদন করে। সৌদি আরব বর্তমানে তাদের মোট তিন ভাগের দুই ভাগ বিদ্যুত উৎপাদন করে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। গত বছর ৩০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদনের একটি পরিকল্পনা গ্রহণ করে দেশটি। এরই ধারাবাহিকতায় সৌদি আরব ও জাপানি কোম্পানি সফটব্যাংকের যৌথ উদ্যোগে দেশটিতে শুরু হতে চলেছে বিশ্বের সবচয়ে বড় সোলার প্রজেক্ট।
×